Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০ , ৮ আশ্বিন ১৪২৭

গড় রেটিং: 2.9/5 (14 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ১০-০৬-২০১৩

তালার খানপুর ও শাহাপুর গ্রামে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন


	তালার খানপুর ও শাহাপুর গ্রামে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন

তালা (সাতক্ষীরা), ০৫ অক্টোবর- তালার খানপুর ও শাহাপুর এলাকার মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবী বিদ্যুৎ সংযোগ আজ শনিবার থেকে শুরু হযেছে। স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর এ উপলক্ষ্যে পৃথক দুটি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদ্যুৎ সংযোগ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
সূত্রে জানা গেছে, শাহাপুর গ্রামের ৪৪ টি পরিবারকে এবং খানপুর গ্রামের ১৮৫টি পরিবারকে বিদ্যুৎ সেবার আওতায় আনা উপলক্ষ্যে স্থানীয় শাহাপুর ব্র্যাক অফিস চত্বরে এক সভা সাবেক ইউপি সদস্য ও আ.লীগ নেতা আব্দুর রহিম খাঁ বুদু এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অপরদিকে খানপুর গ্রামে অনুষ্ঠিত অপর এক সভা স্থানীয় ইউপি সদস্য ও আ.লীগ নেতা আব্দুল গোফুর সরদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উভয় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় (তালা-কলারোয়া) সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর। উপজেলা ছাত্রলীগের আহবায়ক সরদার মশিয়ার রহমান এর পরিচালনায় সভা সমূহে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম মিজানুর রহমান, তালা উপজেলা যুবলীগের সভাপতি মীর জাকির হোসেন, আ.লীগ নেতা প্রণব ঘোষ বাবলু ও কাজী মারুফ। এসময় অন্যান্যের মধ্যে উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক খোরশেদ আলম, সরদার জাকির হোসেন, লিপু, রফিকুল ইসলাম, আ.লীগ নেতা শাহাবুদ্দীন বিশ্বাস, শহিদুল ইসলাম খাঁ, শাহীনুর রহমান খাঁ, গাজী জুলফিকার আলী, বারিক সরদার, হায়দার আলী, কেষ্টপদ, সাবেক ছাত্রলীগ নেতা ইকবাল হোসেন ও মহিলালীগ নেত্রী জেবুন্নেছা বেগম প্রমুখ বক্তৃতা করেন।

সাতক্ষীরা

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে