কলকাতা, ০৮ সেপ্টেম্বর - কলকাতার টিভি পর্দার অভিনেত্রী সায়ন্তনী গুহঠাকুরতা। সিরিয়ালে কাজ করে পেয়েছেন জনপ্রিয়তা। সেই ধারাবাহিকতায় কাজ করেছেন চলচ্চিত্রেও।
শুধু অভিনয় নয়, পর্দার বাইরে বেশ জনপ্রিয় লাস্যময়ী এই অভিনেত্রী। তাঁর সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ রাখলেই তা বোঝা যায়। সাহসী ছবিতে এর আগেও ঝড় তুলেছেন বাঙালি এই অভিনেত্রী। সম্প্রতি আবারও তিনি ধরা দিলেন স্বল্প পোশাকে উষ্ণ- বোল্ড লুকে। অভিনেত্রী সায়ন্তনীর রূপে মগ্ন হলেন নেটিজেনরা।
সায়ন্তীকার ভাষ্য, ছোটোপর্দার কাজ বড় পর্দার চেয়েও অনেক বেশি ক্লান্তির! কেন না, ধারাবাহিক যেহেতু রোজই দেখানো হয়, সেই জন্য শুটিংয়েও বিরাম প্রায় থাকে না বললেই চলে! তাই একটু সুযোগ পেলেই নিজেকে মেলে ধরতে স্বস্থিবোধ করি।
মডেলিং থেকে সিরিয়ালে আসেন সায়ন্তনী। তার অভিনীত প্রথম ধারবাহিক ‘হিরো’। জনপ্রিয় সিরিয়াল‘ জয় কালী কলকাত্তায়ালী’, 'কিরণমালা' এবং 'সাত ভাই চম্পা'তে অভিনয় করেছেন তিনি। তিনি অভিনয় করেছেন বাংলা সিনেমা চারদিকের গল্প,জলে জঙ্গলে,তদন্ত,মহাকাশ কান্ড,আমি সায়রাবানু, উমা,হইচই আনলিমিটেড, গেম প্ল্যান,সমান্তরাল,কিন্তু গল্প নয়,বৃষ্টি তোমাকে দিলাম,কে তুমি নন্দিনী,এক যে ছিল রাজা প্রভৃতিতে। তার প্রথম তেলেগু ছবি 'চিকটি গাদিলো চিতককোটু'। একটি ভৌতিক সেক্স কমেডি।
এন এইচ, ০৮ সেপ্টেম্বর