Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৯ , ১ আশ্বিন ১৪২৬

গড় রেটিং: 3.0/5 (5 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৮-২৫-২০১৯

গণতন্ত্রই মুক্তিযুদ্ধের আদর্শ: কৃষিমন্ত্রী

গণতন্ত্রই মুক্তিযুদ্ধের আদর্শ: কৃষিমন্ত্রী

ঢাকা, ২৫ আগস্ট- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘গণতন্ত্রই মুক্তিযুদ্ধের আদর্শ। আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে, গণতন্ত্র চর্চা করে। আমরা চাই অন্যান্য রাজনৈতিক দলগুলোও গণতন্ত্র চর্চা করুক,  সরকারের গঠনমূলক সমালোচনা করুক।’

রবিবার (২৫ আগস্ট) রাজধানীর ধানমন্ডি-৩২ নম্বরে আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ধানমন্ডি-হাজারীবাগ-কলাবাগান ও নিউমার্কেট থানা আওয়ামী লীগ এই শোক সভার আয়োজন করে। 

এসময় কৃষিমন্ত্রী বলেন, ‘১৫ ও ২১ আগস্টের খুনিদের ক্ষমা নাই। ১৫ আগস্টের ঘটনা ইতিহাসের নিকৃষ্টতম হত্যাকাণ্ড। যার পেছনে ছিল স্বাধীনতাবিরোধী শক্তি ও জিয়াউর রহমান। জিয়া যে ১৫ আগস্ট হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত না তা বিএনপি কখনোই প্রমাণ করতে পারেনি। ২০০১ সালে বিএনপি ক্ষমতায় এসে বঙ্গবন্ধুর হত্যাকারীদের পুরস্কৃত করেছে, ভালো ভালো চাকরি এমনকি মন্ত্রিত্বও দিয়েছে। খালেদা জিয়া এও বলেছেন- নিজামী, সাকা চৌধুরী ও মুজাহিদ এরা কেউ যুদ্ধাপরাধী নয়। ইভিল জিনিয়াস মওদুদ বলেছিল- এ বিচারের কোনও মানদণ্ড নেই। কিন্তু আজ প্রমাণ হয়েছে- ওরা যুদ্ধাপরাধী ছিল, তাদের ফাঁসি হয়েছে।’

ধানমণ্ডি-হাজারীবাগ-কলাবাগান ও নিউমার্কেট এলাকার সংসদ সদস্য ব্যারিস্টার ফজলে নুর তাপসের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামিম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।

সূত্র: বাংলা ট্রিবিউন
এনইউ / ২৫ আগস্ট

জাতীয়

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে