Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৯ , ১ আশ্বিন ১৪২৬

গড় রেটিং: 0/5 (0 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৮-২৫-২০১৯

কুমিল্লায় অধ্যাপক মোজাফফর আহমদের জানাজা সম্পন্ন

কুমিল্লায় অধ্যাপক মোজাফফর আহমদের জানাজা সম্পন্ন

কুমিল্লা, ২৫ আগস্ট - উপমহাদেশের বাম রাজনীতির অন্যতম পুরোধা, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) সভাপতি অধ্যাপক মোজাফফর আহমদের জানাজা কুমিল্লা টাউন হল মাঠে সম্পন্ন হয়েছে।

রবিবার (২৫ আগস্ট) সকাল ১০টায় অনুষ্ঠিত জানাজায় মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুজিবনগর সরকারের উপদেষ্টা অধ্যাপক মোজাফফর আহমদের জানাজার আগে বক্তব্য দেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগ সভাপতি হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার, কুমিল্লার জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, জেলা পরিষদের সাবেক প্রশাসক আলহাজ্ব ওমর ফারুক প্রমুখ।

জানাজা শেষে কফিনে ফুলে ফুলে শ্রদ্ধা নিবেদন করেন- কুমিল্লা মহানগর আওয়ামীলীগ সভাপতি ও সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা, কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম পিপিএম, সদর উপজেলা চেয়ারম্যান-এড. আমিনুল ইসলাম টুটুল, কুমিল্লা জেলা ন্যাপ সভাপতি মোহাম্মদ আলী ফারুক, মহানগর যুবলীগ আহবায়ক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহমুদ সহিদ, কুমিল্লার কাগজ সম্পাদক আবুল কাশেম হৃদয়, নজরুল পরিষদের সাংবাদিক অশোক বড়–য়া ও বিশিষ্ট লেখক ও কবি ফখরুল হুদা হেলাল, জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের ডা. তৃপ্তিশ ঘোষ, ছাত্র ইউনিয়ন বিশেষ গেরিলা বাহিনীর সদস্য, বাংলাদেশ কমিউনিষ্ট পার্টিসহ সর্বস্তরের মানুষ ফলের শ্রদ্ধার মাধ্যমে দেশের বরেণ্য এ রাজনীতিবিদকে শেষ বিদায় জানানো হয়। পরে তাঁর মরদেহ গ্রামের বাড়ি কুমিল্লার দেবীদ্বার উপজেলার এলাহাবাদে নিয়ে যাওয়া হয়।

মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশকে নেতৃত্ব প্রদানকারী মুজিবনগর সরকারের উপদেষ্টা অধ্যাপক মোজাফফর আহমদ শুক্রবার সন্ধ্যা ৭টা ৪৯ মিনিটে রাজধানীর অ্যাপোলো হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন মারা যান। তার বয়স হয়েছিল ৯৮ বছর। তার মরদেহ রাখা হয় হিমাগারে। শনিবার বেলা ১১টায় সংসদ ভবনের টানেলে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের পক্ষে তার সহকারী সামরিক সচিব শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন, সুশীল সমাজ ও সর্বসাধারণের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়।

সুত্র : বিডি২৪লাইভ
এন এ/ ২৫ আগস্ট

জাতীয়

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে