Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৯ , ২ আশ্বিন ১৪২৬

গড় রেটিং: 3.0/5 (5 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৮-১৯-২০১৯

তিন মেয়রকে বহিষ্কার করল এরদোগান সরকার 

তিন মেয়রকে বহিষ্কার করল এরদোগান সরকার 

আঙ্কারা, ২০ আগস্ট- তুরস্কের নির্বাচিত তিন মেয়রকে বহিষ্কার করেছেন দেশটির ক্ষমতায় থাকা এরদোগান সরকার। সন্ত্রাসী সংগঠন পিকেকের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তাদের পদচ্যুত করা হয়।

সোমবার (১৯ আগস্ট) তাদের বহিষ্কার করার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে বলে খবর প্রকাশ করেছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদলু এজেন্সি।

এক প্রদিবেদনে বলা হয়েছে, দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় দিয়ারাবকির, মার্ডিন এবং পূর্ব ভ্যান প্রদেশের মেয়র আদনান সেলকুক মির্জাকলি, আহমেট তুর্ক এবং বেদিয়া ওজগোকেস এরতানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

এদিকে অভিযুক্ত ওই তিন মেয়র তুরস্কের বিরোধী দল পিপলস ডেমোক্র্যাটিক পার্টির (এইচডিপি) সদস্য।

বিবৃতিতে আরও বলা হয়, সন্ত্রাসবাদী সংগঠন পিকেকের সঙ্গে সম্পৃক্ততা ও গুজব ছড়ানোর কারণে ওই মেয়রদের বিরুদ্ধে মামলাও করা হয়েছে।

সূত্র: বিডি২৪লাইভ

আর/০৮:১৪/২০ আগস্ট

মধ্যপ্রাচ্য

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে