Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৯ , ৬ আশ্বিন ১৪২৬

গড় রেটিং: 3.0/5 (5 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৮-১৩-২০১৯

বিএনপিকে শেখ হাসিনার পাশে থাকতে বললেন হানিফ

বিএনপিকে শেখ হাসিনার পাশে থাকতে বললেন হানিফ

ঢাকা, ১৩ আগস্ট- বিএনপি যদি দেশকে ভালোবাসে তবে দলটিকে শেখ হাসিনার পাশে থাকতে বলেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। মঙ্গলবার (১৩ আগস্ট) বেলা ১১টায় কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে জেলা প্রশাসনের উদ্যোগে নবনির্মিত বঙ্গবন্ধুর ভাস্কর্য উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

বিএনপি নেতাদের উদ্দেশে আওয়ামী লীগের এ নেতা বলেন, সোজা পথে আন্দোলন করে কাজ না হলে বাঁকা পথ খোঁজার চেষ্টা করবেন না। কারণ বাঁকা পথের ষড়যন্ত্র কীভাবে দমন করতে হয়, আমরা তা জানি। আইনি লড়াই আর রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়া ছাড়া খালেদা জিয়ার মুক্তির কোনো পথ নেই। দলের শীর্ষ নেতারা দুর্নীতিবাজ- তা আদালত থেকে প্রমাণিত। লজ্জা হওয়া উচিত আপনারা সেই দলের রাজনীতি করেন।

জেলা প্রশাসক আসলাম হোসেনের সভাপতিত্বে স্থানীয় সংসদ সদস্য আ ক ম সারোয়ার জাহান বাদশা ও সেলিম আলতাফ জর্জ, পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত এ সময় বক্তব্য দেন।

সূত্র: বিডি২৪লাইভ

আর/০৮:১৪/১৩ আগস্ট

জাতীয়

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে