Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, রবিবার, ৫ জুলাই, ২০২০ , ২১ আষাঢ় ১৪২৭

গড় রেটিং: 3.0/5 (5 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৮-১১-২০১৯

ইমেজ সার্চের নতুন কায়দা নিয়ে এল গুগল

ইমেজ সার্চের নতুন কায়দা নিয়ে এল গুগল

সার্চ ইঞ্জিন দুনিয়ার বেতাজ বাদশা গুগল। ওয়েব থেকে ছবি, খবর বা ভিডিও, ইনয়টারনেটে সার্চ করার জন্য বিশ্বব্যাপী বেশিরভাগ মানুষের প্রথম পছন্দ গুগল। অনেকে তো গুগল ছাড়া অন্য কোন সার্চ ইঞ্জিনের নাম জানেন না। এবার ছবি সার্চের ইন্টারফেসে সম্পূর্ণ নতুন কায়দা নিয়ে এল মাউন্টেন ভিউ এর কোম্পানিটি।

এবার থেকে গুগলে ছবি সার্চ করে কোন ছবি ওপেন করলে যে ছবিটি শেষ ওপেন করেছিলেন সেটি স্ক্রিনের ডান দিকে থেকে যাবে। যত খুশি স্ক্রলকরলেও স্ক্রিনের ডান দিন থেকে সেই ছবি সরবে না। সেই ছবির নীচে একই ধরনের আরও ছবি দেখাবে গুগল। স্ক্রিনের বাঁ দিকে অন্য সার্চ রেজাল্টগুলি দেখাতে থাকবে কোম্পানি। বাঁ দিকে যত খুশি স্ক্রল করলেও ডান দিকের ছবি সরবে না।

এক ব্লগ পোস্টে গুগল জানিয়েছে এবার থেকে যে কোন ছবি বা প্রোডাক্টে ক্লিক করলে সেই প্রোডাক্টের দাম ও স্টর সম্পর্কে একাধিক তথ্য বিস্তারে দেখা যাবে। এমনকি দেখা যাবে সেই প্রোডাক্টের রিভিউ। এছাড়াও ছবি নীচেই থাকবে রিলেটেড ইমেজ।

গুগল জানিয়েছে নতুন এই উপায়ে রিটেলারদের ব্যবসা করতে সুবিধা হবে। আরও সহজে গ্রাহকের কাছে নিজের প্রোডাক্ট নিয়ে হাজির হতে পারবেন রিটেলাররা। আপাতত শুধুমাত্র ডেক্সটপ ভার্সানে এই ওয়েব সার্চ শুরু হয়েছে। শিঘ্রই মোবাইল ভার্সানেও নতুন ইমেজ সার্চ হাজির হবে বলে জানিয়েছে গুগল।

এছাড়াও সম্প্রতি লেনদেন আরও সুরক্ষিত করতে নতুন উপায় নিয়ে এসেছে গুগল পে। গুগল পে অ্যাকাউন্টের সাথে যে অ্যাকাউন্ট যুক্ত রয়েছে সেই অ্যাকাউন্টে যে কোন লেনদেন হলে এসএমএস এর মাধ্যমে তা জানানো হবে। এবার থেকে কেউ গুগল পে ব্যবহার করে টাকা পাঠানোর আবেদন করলেও এসএমএস এর মাধ্যমে গ্রাহককে জানানো হবে। এর ফলে ভুয়ো লেনদেন সহজেই আটকানো যাবে।

আর/০৮:১৪/১২ আগস্ট

বিজ্ঞান ও প্রযুক্তি

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে