Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০ , ২৭ শ্রাবণ ১৪২৭

গড় রেটিং: 0/5 (0 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৮-১১-২০১৯

বরিশালে জমে উঠেছে পশুর হাট

বরিশালে জমে উঠেছে পশুর হাট

বরিশাল, ১১ আগস্ট - বরিশালে শেষ সময় জমে উঠেছে কোরবানির পশুর হাট। গত কয়েকদিন ধরে পশুর হাট বসলেও মূল বিক্রি শুরু হয়েছে শনিবার থেকে।

এর আগে ক্রেতারা এক হাট থেকে অন্য হাটে পশুর দাম যাচাই করেন। এখন শেষ সময়ে এসে ক্রেতারা কিনছেন পছন্দের পশু। তবে হাট ভেদে পশুর দাম কোথাও তুলনামূলক কম আবার কোথাও একটু বেশি বলে জানিয়েছেন ক্রেতারা।

জানা গেছে, বাজারে আসা পশুর মধ্যে দেশি বা স্থানীয় জাতের গরু পাওয়া যাচ্ছে বেশি। ভারতীয় গরু আমদানি নিষিদ্ধ হলেও কিছু গরু বাজারে আসছে বলে জানিয়েছেন ইজারাদাররা। তবে ক্রেতাদের পছন্দ দেশি জাতের গরু।

এবার বরিশাল নগরীতে ২টি স্থায়ী এবং ৪টি অস্থায়ীসহ পশুর হাট বসেছে ৬টি। এছাড়া জেলার ১০ উপজেলায় বসেছে স্থায়ী-অস্থায়ী ৫৪টি পশুর হাট।

বরিশাল প্রাণী সম্পদ অধিদফতর জানায়, ২০১৮ সালে (গত বছর) বরিশাল বিভাগে ৪ লাখ ৮০ হাজার ৩শ’ ৬৫টি পশু কোরবানি হয়। এর মধ্যে গরু ৩ লাখ ৪৫ হাজার ৮ শ’ ৫২টি, ছাগল ১ লাখ ৩২ হাজার ১ শ’ ৬৩টি, ভেড়া ২ হাজার ৩ শ’ ৩৬টি এবং অনান্য পশু ১৪টি। এর মধ্যে বরিশাল জেলায় কোরবানি করা হয় ১ লাখ ২৬ হাজার ৭ শ’ ৫৮টি পশু।

জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো নুরুল আলম এবং বিভাগীয় প্রাণী সম্পদ অধিদফতরের উপ-পরিচালক ডা. কানাই লাল স্বর্ণকার জানান, দেশের উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতি এবং দেশব্যাপী ডেঙ্গু ছড়িয়ে পড়ার কারণে এবার পশু কোরবানির সংখ্যা গত বছরের চেয়ে বাড়বে না। এ কারণে বরিশাল বিভাগে এবার পশুর চাহিদা গত বছরের মতো একই রকম বলে জানিয়েছেন তারা।

সূত্র : পূর্বপশ্চিমবিডি
এন এইচ, ১১ আগস্ট.

বরিশাল

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে