Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৯ , ৭ আশ্বিন ১৪২৬

গড় রেটিং: 0/5 (0 টি ভোট গৃহিত হয়েছে)


আপডেট : ০৮-০৭-২০১৯

ডেঙ্গুতে আতঙ্কিত না হয়ে সচেতন হতে হবে: আহমদ শফী

ডেঙ্গুতে আতঙ্কিত না হয়ে সচেতন হতে হবে: আহমদ শফী

চট্টগ্রাম, ০৭ আগস্ট- হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা আহমদ শফী বলেছেন, 'আমরা যদি আমাদের আঙ্গিনা, আশপাশের নালা-নর্দমা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখি তবেই ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব। আমাদের ডেঙ্গুতে আতঙ্কিত না হয়ে সচেতন হতে হবে।'

বুধবার সকালে সেবামূলক সংগঠন আল আমিন সংস্থার উদ্যোগে হাটহাজারী মাদ্রাসায় 'ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচি'র উদ্বোধনকালে তিনি একথা বলেন।

হেফাজতে আমির আরও বলেন, 'পরিষ্কার-পরিচ্ছন্নতাই ডেঙ্গু নির্মূলে জোড়ালো ভূমিকা রাখে। ইসলাম মানুষকে পরিষ্কার ও পবিত্রতার শিক্ষা দেয়। আমরা যদি ইসলামের নিদের্শিত বিধানগুলো মেনে চলি তাহলে যে কোনো রোগ বলাই থেকে হেফাজত থাকবো।'

এ সময় আল আমিন সংস্থার সভাপতি মাওলানা মাহমুদুল হাসান ফতেপুরী জানান, বর্তমানে ডেঙ্গু আতঙ্কে কাঁপছে সারাদেশ। এমনকি ডেঙ্গু ছড়িয়ে পড়ছে চট্টগ্রামেও। এ অবস্থায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে হেফাজত আমীর ও আল আমিন সংস্থার প্রধান পৃষ্ঠপোষক আল্লামা শাহ আহমদ শফীর নির্দেশনায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে দারুল উলুম হাটহাজারীর ক্যাম্পাস ও আশপাশের এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম ও ডেঙ্গু নিরোধক ওষুধ স্প্রে করেন আল আমিন সংস্থার কর্মকর্তা, সদস্য ও বিশিষ্ট ওলামায়ে কেরাম।

কর্মসূচির উদ্বোধনীতে অন্যদের মধ্যে হাটহাজারী মাদ্রাসার মুহাদ্দিস আল্লামা শেখ আহমদ, সাধারণ সম্মাদক আহসান উল্লাহ, যুগ্ম সম্পাদক মাওলানা ইবরাহীম খলিল, সহ সম্পাদক মাওলানা শফিউল আলম ও মাওলানা জাহেদুল্লাহ খান, সাংগঠনিক সম্পাদক মাওলানা হাবিবুল হক বিন খালেদ, হাফেজ রিজোয়ান আরমান, মাওলানা এরশাদ উল্লাহ সিকদার, মাওলানা মাসুম, মাওলানা আবুল হাশেম, মাওলানা মাহমুদুল হাসান, আল হুদা মহিলা মাদরাসা ভারপ্রাপ্ত পরিচালক মাওলানা মীর ইদরিস, ওলামা পরিষদ সেক্রেটারী মাওলানা জাফর আহমদ, আল হুদা মহিলা মাদরাসা ভারপ্রাপ্ত পরিচালক মাওলানা মীর ইদরিস, হেফাজত ইসলাম হাটহাজারী উপজেলা সেক্রেটারী মাওলানা জাকারিয়া নোমান ফয়ীজ, মাসিক মুঈনুল ইসলামের সহ সম্পাদক মাওলানা আবদুস সবুর, রাউজান ইসলামী নবজাগরণ সংগঠনের নেতা মাওলানা আবু দরদা মাসুম প্রমুখ উপস্থিত ছিলেন।

সূত্র: সমকাল
এনইউ / ০৭ আগস্ট

 

চট্টগ্রাম

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে