Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, বুধবার, ২১ আগস্ট, ২০১৯ , ৬ ভাদ্র ১৪২৬

গড় রেটিং: 3.9/5 (7 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৯-২৯-২০১৩

মেডেল-রহস্য


	মেডেল-রহস্য
কলকাতা, ২৯ সেপ্টেম্বর-   ডাকাত সন্দেহে ধৃত পাঁচ যুবকের কাছ থেকে উদ্ধার হওয়া একটি মেডেলকে ঘিরে রহস্য দানা বেঁধেছে৷ মেডেলটির একদিকে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি খোদাই করা৷ অপরদিকে রুশ ভাষায় লেখা মস্কোভা নাইন্টিন সিক্সটি ওয়ান৷ তদন্তে নেমে প্রত্নতাত্ত্বিক বিভাগ, বিশ্ব-ভারতী বিশ্ববিদ্যালয় ও জাদুঘর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে পুলিশ৷ ওই মেডেল নিয়ে ঘুম ছুটেছে কলকাতা পুলিশের৷
 
পুলিশ সূত্রে খবর, শুক্রবার ভবানীপুরের হরিশপার্কে ডাকাতির উদ্দেশে জড়ো হয় পাঁচ যুবক৷ একটি গয়নার দোকানে ডাকাতির পরিকল্পনা ছিল তাঁদের৷ গোপন সূত্রে খবর পেয়ে, তাঁদের গ্রেফতার করে পুলিশ৷ ধৃতদের নাম কুন্তল সামন্ত, কাশীনাথ সর্দার, বিশ্বনাথ নস্কর, মহেশ্বর সর্দার ও ফটিক সরকার৷ গ্রেফতারির পর ধৃতদের ভবানীপুর থানায় নিয়ে যাওয়া হয়৷ পুলিশ সূত্রের খবর, তল্লাশির সময় ফটিক সরকারের কাছ থেকে একটি সোনালি রঙের মেডেল উদ্ধার হয়৷ মেডেলটির একদিকে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি খোদাই করা৷ অপরদিকে, রুশ ভাষায় লেখা মস্কোভা নাইন্টিন সিক্সটি ওয়ান৷ ওজন প্রায় ১০০ গ্রাম৷
 
পুলিশের অনুমান, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মশতবর্ষে মেডেলটি প্রকাশিত হয়েছিল৷ কিন্তু ফটিকের কাছে কীভাবে এই মেডেলটি এল?
 
কলকাতা পুলিশের ডিসি সাউথ মুরলীধরের দাবি, জেরায় ওই যুবক জানিয়েছে, এক মহিলার কাছ থেকে সে মেডেলটি পায়৷ এরপর কোটি কোটি টাকার বিনিময়ে সেটি বিক্রির পরিকল্পনা করে৷ পুলিশ অবশ্য ফটিকের জবানবন্দিতে সন্তুষ্ট নয়৷ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে৷ পাশাপাশি মেডেলটি সম্পর্কে জানতে প্রত্নতাত্ত্বিক বিভাগ, বিশ্ব-ভারতী বিশ্ববিদ্যালয় ও জাদুঘর কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগ করেছে পুলিশ৷

পশ্চিমবঙ্গ

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে