Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৯ , ৪ আশ্বিন ১৪২৬

গড় রেটিং: 0/5 (0 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৮-০৬-২০১৯

সিসিকে নগর এক্সপ্রেসের যাত্রা নভেম্বরে  

সিসিকে নগর এক্সপ্রেসের যাত্রা নভেম্বরে

 

সিলেট, ০৬ আগস্ট- নগরময় হাজার হাজার রিকশা, সিএনজিচালিত অটোরিকশা। তবুও ভোগান্তি গেলো না নগরের মানুষের।

বাড়তি ভাড়া নিয়ে প্রতিদিন কোথাও না কোথাও অটোরিকশা ও রিকশাচালকদের সঙ্গে বাগড়া করতে দেখা যায় যাত্রীদের। সিটি করপোরেশন ভাড়ার তালিকা টানিয়ে দিলেও দূরত্ব অনুসারে দ্বিগুণ, তিনগুণ ভাড়া আদায় করার অভিযোগ যাত্রীদের।
 
মূলত; সিলেট নগরে বাস সার্ভিস না থাকায় রিকশা ও অটোরিকশা চালকরা যাত্রীদের গলা কাটছেন। তাই এবার নগরবাসীর ভোগান্তি লাঘবে চালু হচ্ছে ‘নগর এক্সপ্রেস’।
 
আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে নগর থেকে চারটি রুটে চল্লিশটি ‘নগর এক্সপ্রেস’ বাস নামানো হবে যাত্রী সেবায়।
 
মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী নগর ভবনে ‘নগর এক্সপ্রেস’ বাস সার্ভিসের লোগো উন্মোচন অনুষ্ঠানে এ তথ্য দেন।
 
‘নগর এক্সপ্রেস’ বাস মালিক সমিতির সদস্য মাহবুবুল হক চৌধুরীর স্বাগত বক্তব্যে শুরু হওয়া অনুষ্ঠানে মেয়র বলেন, ‘নগর এক্সপ্রেস’ শুরুতে টুকেরবাজার থেকে হেতিমগঞ্জ, সুরমা মার্কেট থেকে রশিদপুর, টুকেরবাজার থেকে বটেশ্বর ও এয়ারপোর্ট থেকে হাজীগঞ্জ রুটে বাস চলবে। প্রথম ছয় মাস টিকিট কেটে যাত্রীদের যাতায়াতের ব্যবস্থা থাকলেও পরে ডিজিটাল পেমেন্ট দিয়ে বাসে যাতায়াত করতে পারবেন নগরবাসী।

নগরের ভেতরে বাসগুলো চলাচলের জন্য আলাদা ইমার্জেন্সি লেন চালুর পরিকল্পনা রয়েছে বলেও জানান মেয়র আরিফুল হক চৌধুরী।

তিনি বলেন, এ লেনে অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস ও পুলিশের যানবাহন ছাড়া অন্য কোনো যানবাহন চলতে দেওয়া হবে না।

এছাড়া নগরবাসীর জন্য সুলভ মূল্যে আরামদায়ক ও নিরাপদ ভ্রমণে এটি নতুন মাত্রা যোগ করবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন মেয়র।

নিটোল টাটার সহযোগিতায় স্থানীয় ব্যবসায়ীদের মালিকানাধীন একটি মালিক সমিতির মাধ্যমে এটি পরিচালিত হবে।

লোগো উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য রাখেন নিটোল টাটার কর্মকর্তা ও জালালাবাদ মোটরসের চেয়ারম্যান এহতেশামুল হক চৌধুরী, আব্দুল মুক্তাদির, সৈয়দ মিছবাহ উদ্দিন, এটিএম শুয়েব, সৈয়দ মঈন উদ্দিন সুহেল, আব্দুর রহমান জামিলসহ নগর পরিবহনের মালিকপক্ষের প্রতিনিধিরা। পরে মেয়রসহ সংশ্লিষ্টরা আনুষ্ঠানিকভাবে লোগো উন্মোচন করেন।

সূত্র: বাংলানিউজটোয়েন্টিফোর
এনইউ / ০৬ আগস্ট

সিলেট

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে