Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০ , ১ শ্রাবণ ১৪২৭

গড় রেটিং: 3.0/5 (5 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৮-০৫-২০১৯

ছেলে হয়েছেন মেয়ে, আর মেয়ে হয়েছেন ছেলে; আজ দুজনার বিয়ে

ছেলে হয়েছেন মেয়ে, আর মেয়ে হয়েছেন ছেলে; আজ দুজনার বিয়ে

কলকাতা, ০৫ আগস্ট - প্রেমের কাছে শরীর, বর্হিজগৎ সবই তুচ্ছ, তাই যেন সবাইকে আবার মন করিয়ে দিলেন এ রাজ্যে এই লিঙ্গান্তরিত জুটি ৷ আর তাই তো প্রেম পেল নতুন জীবন ৷ সোমবার ছাদনাতলায় সাত পাকে বাঁধা পড়বেন এই প্রেমিক জুটি তিস্তা ও দীপন। 

তিস্তা ছিলেন জন্মসূত্রে সুশান্ত ৷ আর অন্যদিকে দীপন জন্মসূত্রে ছিলেন দীপান্বিতা ৷ এক জনের নারীর শরীরে পুরুষ মন, আর অন্যজনের ঠিক উল্টো৷ পুরুষের শরীরে বাস করেছিল নারী।

মনের সঙ্গে শরীরের লড়াই ৷ সঙ্গে সমাজ ৷ সব ঝড়, ঝঞ্ঝা কাটিয়ে সুশান্ত হলেন তিস্তা, আর অন্যদিকে দীপন হলেন দীপান্বিতা। প্রথমে সম্পর্কে জড়াতে একটু থমকে গিয়েছিলেন তিস্তা ৷ ভেবেছিলেন, সত্যিই কি প্রেম তাঁর জীবনে আসবে ৷ অন্যদিকে তিস্তার প্রেমে একেবারে হাবুডুবু দীপন ৷ কিন্তু তিস্তাকে বলতে ভয়। পরে অবশ্য গল্প চলল নিজের গতিতে ৷ একে একে সব বাধা পেড়িয়ে তিস্তা-দীপন সম্পর্ক এগোলে প্রেমের জোয়ারে ৷ এবার সেই প্রেমই খুঁজে নিল নতুন আশ্রয় ৷ সাত পাকে বাঁধা পড়তে চলেছেন তিস্তা-দীপন। পশ্চিমবঙ্গে এমন ঘটনা প্রথম।

তিস্তার কথায়, এ যেন স্বপ্নপূরণ ৷ এমন এক মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেয়েছি, যে আমারই মতোন! 

সূত্র-নিউজ এইটিন,আনন্দবাজার
এন এ/ ০৫ আগস্ট

বিচিত্রতা

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে