Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৯ , ৪ আশ্বিন ১৪২৬

গড় রেটিং: 0/5 (0 টি ভোট গৃহিত হয়েছে)


আপডেট : ০৮-০৪-২০১৯

রূপালী ব্যাংকের সাবেক এমডিসহ ১০ জনের বিরুদ্ধে দুদকের মামলা

রূপালী ব্যাংকের সাবেক এমডিসহ ১০ জনের বিরুদ্ধে দুদকের মামলা

ঢাকা, ০৪ আগষ্ট- জালিয়াতির মাধ্যমে রূপালী ব্যাংকের ১৬১ কোটি ৯১ লাখ ৬৫ হাজার ২৪৫ টাকা (সুদসহ) আত্মসাতের অভিযোগে ব্যাংকটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক এম ফরিদ উদ্দিনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার (৪ আগস্ট) দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এ মামলাটি করেন দুদক প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক এস এম রাশেদুর রেজা।

দুদক উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য বিষয়টি নিশ্চিত করেছেন।

এম ফরিদ উদ্দিন ছাড়া বাকি আসামিরা হলেন রূপালী ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক মো. নেয়ামত উল্লাহ, ব্যাংকটির মতিঝিল করপোরেট শাখার সাবেক শাখাপ্রধান মো. সিরাজ উদ্দিন, সাবেক প্রিন্সিপাল অফিসার মো. কামাল উদ্দিন, প্রধান কার্যালয়ের শিল্প ঋণ বিভাগের সাবেক ডিজিএম সৈয়দ আবুল মনসুর, সহকারী মহাব্যবস্থাপক মনোরঞ্জন দাস, সাবেক প্রিন্সিপাল অফিসার আবু নাছের মো. রিয়াজুল হক, এইচ আর স্পিনিং মিলসের ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান, চেয়ারম্যান শাহিন রহমান ও পরিচালক মো. মাসুদুর রহমান।

মামলায় এই জালিয়াতির সময় ২০১১ সালের ৮ মার্চ থেকে এ বছরের ৩১ মার্চ পর্যন্ত উল্লেখ করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে জালিয়াতি করে রেলওয়ের ১১৭ শতাংশ জমি বন্ধকি রেখে ঋণ নেওয়ার অভিযোগ আনা হয়েছে।

সূত্র: বাংলা ট্রিবিউন
এনইউ / ০৪ আগস্ট

আইন-আদালত

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে