Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২০ , ১০ আশ্বিন ১৪২৭

গড় রেটিং: 0/5 (0 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৮-০৪-২০১৯

দূর্গা পূজায় ‘নোলক’ চলবে কলকাতায়

দূর্গা পূজায় ‘নোলক’ চলবে কলকাতায়

ঢাকা, ০৪ আগস্ট- গেল ঈদুল ফিতরে মুক্তি পায় শাকিব-ববি অভিনীত বহুল আলোচিত চলচ্চিত্র ‘নোলক’। এই ছবিটি দর্শক মহলে দারুণ ভাবে প্রশংসিত হয়েছে। এছাড়াও দর্শকরা শাকিব-ববির জুটিকে সুন্দর ভাবে গ্রহণ করেছেন। অনেকেই বলছেন, শাকিব-ববির ক্যারিয়ারে শ্রেষ্ঠ ছবি হয়েছে ‘নোলক’। এই ছবিটি প্রযোজনা ও নির্মাণ করেছেন তরুণ নির্মাতা সাকিব সনেট।

এবার নতুন খবর হচ্ছে, প্রথমবারের মতো রাজধানীর ঐতিহ্যবাহী সিনেমা হল মধুমিতায় চলছে শাকিব-ববি অভিনীত ‘নোলক’। শুধু তাই নয়, দেশের গণ্ডি পেরিয়ে আগামী দূর্গা পূজায় ‘নোলক’ চলবে কলকাতায়।

এই বিষয়টি আজ (২ আগস্ট) আলোআভাকে নিশ্চিত করেছেন ‘নোলক’ ছবির প্রযোজনা ও নির্মাতা সাকিব সনেট নিজেই।

তিনি বলেন, মুক্তির পর থেকে দেশের ১৩০ সিনেমা হলে ‘নোলক’ চলছে। কিন্তু মধুমিতায় এর আগে চলেনি। শুক্রবার (২ আগস্ট) থেকে মধুমিতায় চলছে ছবিটি। ঈদুল আযহার বাকি আছে আর মাত্র ৮-৯ দিন। ঈদের আগেরদিন পর্যন্ত সেখানে ‘নোলক’ চলবে।

মুক্তির এতোদিন পর কেন মধুমিতায় নোলক? জানতে চাইলে সাকিব সনেট বলেন, ‘দেশে নতুন ছবি নেই। নোলক দিয়েই মধুমিতার মতো বড় সিনেমা হলে দর্শকদের চাহিদা পূরণ করা সম্ভব, এজন্যই হয়তো ছবিটি নিয়েছেন সিনেমা হল কর্তৃপক্ষ।’

তিনি বলেন, ‘দেশের গণ্ডি পেরিয়ে নোলক চলবে কলকাতাতেও। আগামী দুর্গা পূজা উপলক্ষে পশ্চিমবঙ্গের বিভিন্ন সিনেমা হলে মুক্তি পাবে ‘নোলক’। সাফটা চুক্তির মাধ্যমে সেখানে ছবিটি চালাবে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস (এসভিএফ)। তাদের সাথে কথাবার্তাও ফাইনাল হয়ে গেছে।’

এই ছবিতে শাকিব-ববি ছাড়াও আরও অভিনয় করছেন ওমর সানি, মৌসুমি, শহিদুল আলম সাচ্চু, রেবেকা, রজতাভ দত্ত, অনুভব মাহাবুব প্রমুখ। ছবিটির গল্প, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন ফেরারী ফরহাদ। প্রযোজনা করেছে বি হ্যাপী এন্টারটেনমেন্ট।

আর/০৮:১৪/০৪ আগস্ট

ঢালিউড

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে