Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, শনিবার, ১৯ অক্টোবর, ২০১৯ , ৪ কার্তিক ১৪২৬

গড় রেটিং: 3.8/5 (28 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৯-২৮-২০১৩

ফরিদপুরে প্রধানমন্ত্রীর ৬৭তম জন্মদিন পালন


	ফরিদপুরে প্রধানমন্ত্রীর ৬৭তম জন্মদিন পালন

ফরিদপুর, ২৮ সেপ্টেম্বর- ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে ফরিদপুরে প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করা হয়েছে। জন্মদিন উপলক্ষে সকালে শহরের বদরপুরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের বাসভবনের আঙ্গিনায় এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী জায়নুল আবেদীন, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্ঠা মন্ডলীর সদস্য এস. এম. নুরুন্নবী, বিশিষ্ট সমাজ সেবক ও আওয়ামী লীগ নেতা খন্দকার মোহতেশাম হোসেন বাবর, জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মোকাররম মিয়া বাবু, যুবলেিগর আহবায়ক খন্দকার নাজমুল হাসান লেভী, শহর আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা সাইদুন্নাহার পান্না, ছাত্রলীগের ফাহিম আহমেদসহ আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। পরে প্রধান অতিথি প্রধানমন্ত্রীর ৬৭তম জন্মদিন উপলক্ষে ৬৭ পাউন্ড ওজনের কেক কাটে জন্মদিন পালন করেন। এসময় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ফরিদপুর

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে