পাঁচবিবি (জয়পুরহাট), ২৭ সেপ্টেম্বর- কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জয়পুরহাটের পাঁচবিবিতে আজ সকালে জামায়াতে ইসলামের নেতাকর্মীরা শহরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করেছে। সকাল ৭টায় পাঁচবিবি ক্যাডেট মাদ্রাসার প্রিন্সিপালের নেতৃত্বে শতাধিক নেতাকর্মীর একটি বিক্ষোভ মিছিল পাঁচবিবির বাইতুন নুর জামে মসজিদ থেকে বের হয়ে সোনালী ব্যাংক চত্ত্বর গিয়ে শেষ হয়। বিক্ষোভ শেষে ক্যাডেট মাদ্রাসার প্রিন্সিপাল কলিম উদ্দিনের সভাপতিত্বে সংক্ষিপ্ত পথ সভায় জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা বক্তব্য রাখেন।