Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২০ , ৬ ফাল্গুন ১৪২৬

গড় রেটিং: 3.0/5 (5 টি ভোট গৃহিত হয়েছে)


আপডেট : ০৭-৩০-২০১৯

মির্জাপুরে পুলিশের গুজব বিরোধী মাইকিং ও র‌্যালি

মির্জাপুরে পুলিশের গুজব বিরোধী মাইকিং ও র‌্যালি

টাঙ্গাইল, ৩০ জুলাই- টাঙ্গাইলের মির্জাপুরে গুজব বিরোধী গণসচেতনতা বৃদ্ধির লক্ষে মাইকিং ও সচেতনতামুলক র‌্যালি করেছে মির্জাপুর থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলা সদরে এই র‌্যালি এবং মাইকিং করা হয়।

সারাদেশে গুজব এবং গণপিটুনিতে সাধারণ মানুষ নিহতের ঘটনায় পুলিশ নানাভাবে মানুষকে সচেতন করতে চেষ্টা করছে। এ উপলক্ষে ২৫ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত পুলিশ গণসচেতনতা সপ্তাহ পালনের উদ্যোগ নেয়।

এরই অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. সায়েদুর রহমানের নেতৃত্বে একটি সচেতনতামুলক র‌্যালি বের হয়। পরিদর্শক (তদন্ত ) মো. মোশারফ হোসেনসহ মির্জাপুর থানার শতাধিক পুলিশ সদস্য র‌্যালিতে অংশ নেন। র‌্যালিটি সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মির্জাপুর থানায় গিয়ে শেষ হয়। একই সাথে এলাকার মানুষকে সচেতন করতে মাইকিং ও লিফলেট বিতরণ করা হয়।

উল্লেখ, দেশে গুজব সৃষ্টি এবং গণপিটুনিতে সাধারণ মানুষ নিহতের ঘটনায় মির্জাপুর থানা পুলিশ বিভিন্ন গণ সচেতনতামুলক কর্মসূচী পালন করছে। এরমধ্যে রয়েছে মাইকিং, লিফলেট বিতরণ, স্কুল কলেজে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামুলক সভা এবং বিভিন্ন বাজারে সাধারণ মানুষের কাছে গুজব বিরোধী বক্তব্য প্রদান।

এসূত্র: গো নিউজ২৪
নইউ / ৩০ জুলাই

টাঙ্গাইল

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে