রাজবাড়ী, ২৬ সেপ্টেম্বর- রাজবাড়ীর পাংশা উপজেলার মাছপাড়ায় যুবদলের নেতা ও সাবেক ইউপি সদস্য আক্কাস আলীকে (৪৬) গুলি হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার রাত সোয়া ১০টায় রাজবাড়ীর কলিমহর হোসেনডাঙ্গা বাজার এলাকায় এ ঘটনা ঘটেছে।
তিনি মাছপাড়া বাহাদুরপুর গ্রামের মৃত তোরাব আলী মোল্লার ছেলে। তিনি মাছপাড়া ইউনিয়ন যুবদলের সহ-সাধারণ সম্পাদক ছিলেন বলে জানান মাছপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম।
পাংশা থানার পরিদর্শক (ওসি) মো. আব্দুল খালেক জানান, আক্কাস আলী কলিমহর থেকে ব্যক্তিগত কাজ শেষে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। এ সময় আগে থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা আক্কাস আলীকে ৩টি গুলি করে চলে যায়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।