Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, শনিবার, ১৮ জানুয়ারি, ২০২০ , ৫ মাঘ ১৪২৬

গড় রেটিং: 3.0/5 (16 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৯-২৬-২০১৩

দুমকিতে যুবলীগের বিক্ষোভ সমাবেশ


	দুমকিতে যুবলীগের বিক্ষোভ সমাবেশ

দুমকি(পটুয়াখালী), ২৬ সেপ্টেম্বর- পটুয়াখালীর দুমকিতে ধর্মপ্রতিমন্ত্রীর নির্দেশে বে-আইনী প্রক্রিয়ায় উপজেলা ও ইউনিয়ন কমিটি ভেঙ্গে দেয়ার নামে বিভেদ-বিশৃঙ্খলা সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে যুবলীগ। গতকাল বিকেলে লেবুখালী ইউনিয়ন যুবলীগের উদ্যোগে এ প্রতিবাদ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা শহরের থানা ব্রিজ বাসস্ট্যান্ড থেকে মো. ইউনুচ আলী মৃধার নেতৃত্বে উপজেলা সদর ও ৫ইউনিয়ন আওয়ামী যুবলীগের ৩শতাধিক নেতা-কর্মীর অংশগ্রহনে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের পিরতলা বন্দর, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, নসিব সিনেমা চত্তর প্রদক্ষিন শেষে একই স্থানে সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়। সমাবেশে অন্যান্যের মধ্যে মো: ইউনুচ আলী মৃধা, মো: জাকির হোসেন মোল¬া, মো: আ: রশিদ প্যাদা, বশির চৌকিদার প্রমুখ বক্তৃতা করেন। সমাবেশে বক্তারা সা¤প্রতিক উপজেলা যুবলীগের মেয়াদ পূর্তির ১বছর বাকী থাকতে ভেঙ্গে দিয়ে একটি বিশেষ গ্র“পভুক্তদের নেতৃত্বে আহবায়ক কমিটি গঠন ও তৎপরবর্তিতে বিভিন্ন ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটিরস্থলে একপেশে আহবায়ক কমিটি গঠনের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে অবৈধ তৎপড়তা বন্ধের দাবি করেন। সমাবেশে বক্তারা উলে¬খ করেন, মন্ত্রী পুত্র আরিফুজ্জামান রনি জেলা যুবলীগের আহবায়ক নিযুক্ত হয়ে মন্ত্রীর ব্যক্তিস্বার্থ চরিতার্থ করতেই এ অসাংগঠনিক কর্মকান্ড শুরু করেছে। এতে সংগঠনে চরম বিভেদ, বিশৃঙ্খলা দেখা দিয়েছে। আর এভাবে চলতে থাকলে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের প্রতিটি স্তরে নেতা-কর্মীরা দ্বিধা ও ত্রিধা বিভক্তির সৃষ্টি করবে যার পরিনতি অত্যন্ত ভয়াবহ হবে বলে আশংকা করা হচ্ছে। প্রতিবাদী যুবলীগের বিক্ষুদ্ধ নেতা-কর্মীদের দাবি, শীঘ্রই এ হীন তৎপড়তা বন্ধে কেন্দ্রীয় হস্তক্ষেপ অত্যন্ত জরুরী। এ বিষয়ে দুমকি উপজেলা যুবলীগের সভাপতি মো: ইউনুচ আলী মৃধা বলেন, জেলা যুবলীগের আহবায়ক কমিটি কোন উপজেলার চলমান পূর্ণাঙ্গ কমিটি ভেঙ্গে দিতে পারেন না। সাংগঠনের গতিশীলতা ফিরিয়ে আনতে কমিটিকে নির্দেশনা দিতে পারেন। জেলার নির্দেশনা অগ্রাহ্য হলে বা করলে কারন দর্শাতে পারেন। এতেও যদি সংগঠনটির গতিশীলতা না আসে জেলা যুবলীগের কার্যনির্বাহী মিটিংয়ে সিদ্ধান্ত নিয়ে নিম্নস্তরের যে কোন সাংগঠনিক ব্যবস্থা নিতে পারেন। কিন্তু দু:খজনক ভাবে বলতে হয়, কোন প্রকার বিধি বিধানের তোয়াক্কা না করেই দুমকি উপজেলা যুবলীগের পূর্ণাঙ্গ ও অনুমোদিত কমিটি থাকাসত্ত্বেও একটি আহবায়ক কমিটি গঠন করে দিয়েছে । ওই আহবায়ক কমিটির কোন বৈধতা নেই। এসব অবৈধ তৎপড়তা আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনে চলতে পারে না। চলতে দেয়া যায় না। তিনি আরও বলেন, মহল বিশেষের ব্যক্তিস্বার্থে এ সাংগঠনিক সংকট তৈরী করা হয়েছে ও হচ্ছে। যুবলীগ ওইসব কর্মকান্ড বন্ধে প্রয়োজনে কঠর কর্মসূচি গ্রহন ও প্রতিরোধ গড়ে তুলবে বলেও ঘোষণা দিয়েছে।

পটুয়াখালী

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে