Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০১৯ , ৩০ কার্তিক ১৪২৬

গড় রেটিং: 2.8/5 (6 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৭-২৩-২০১৯

পদ্মা সেতুর নির্মাণ কাজ বন্ধ রাখার আহ্বান নির্মলেন্দু গুণের

পদ্মা সেতুর নির্মাণ কাজ বন্ধ রাখার আহ্বান নির্মলেন্দু গুণের

ঢাকা, ২৩ জুলাই- গুজব ঠেকাতে পদ্মা সেতুর নির্মাণকাজ বন্ধ রাখার আহ্বান জানিয়ে একুশে পদক প্রাপ্ত কবি নির্মলেন্দু গুণ। গতকাল সোমবার (২২ জুলাই) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ আহ্বান জানান।

কবি নির্মলেন্দু গুণের ফেসবুক স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো, ‘এই পদ্মাসেতু তো দেখি দেশটাকে একটা পাগলাগারদ বানিয়ে ছাড়বে। পদ্মাসেতু নির্মাণে অনভিপ্রেত বিলম্বের কারণে স্বার্থান্বেষী মহল প্রচারিত "মাথা চাই" গুজবটি ডালপালা মেলার সুযোগ পেয়ে এখন বাংলাদেশের মানুষের রাতের নিদ্রা হারাম করে দিতে বসেছে। রাতের নিদ্রাই বলি কেন শুধু, দিনে-দুপুরে শত শত মানুষের চোখের সামনে সন্দেহের বশে পিটিয়ে হত্যা করা হচ্ছে সন্তানকে স্কুলে ভর্তি করতে যাওয়া মাকে। এ আমরা কোথায় চলেছি?’

‘পদ্মাসেতু কর্তৃপক্ষ এই সাময়িক বিরতির সময় দেশের বিভিন্ন জায়গায় রেলপথে ভ্রমণ করে দেশের মানুষকে বুঝিয়ে বলুক যে, এইটা হলো একটা পরিকল্পিতভাবে ছড়ানো গুজব।’

‘পৃথিবীর বিভিন্ন দেশে যে ভাবে বড় বড় সেতু তৈরি করা হয়-- হয়েছে, একই প্রযুক্তি ব্যবহার করে এই পদ্মসেতুও তৈরি করা হচ্ছে। নরবলির অন্ধকার যুগ থেকে পৃথিবী অনেক দূরে সরে এসেছে। মুহূর্তের জন্যও আপনারা ঐরকমের প্রচারণায় বিশ্বাস করবেন না। বিভ্রান্ত হবেন না। আপনারা শান্ত হোন। শান্ত হোন। শান্ত হোন।’

‘আমরা চাই না, আশীর্বাদের পরিবর্তে পদ্মাসেতুর ওপর মানুষের অভিশাপ বর্ষিত হোক। আমরা চাই না পদ্মাসেতুর নামে আর কোনো মার বুক খালি হোক, আর কোন সন্তান তার মা বাবাকে হারাক। দীর্ঘ অপপ্রচারের ফলে একটা অবিশ্বাসের জায়গা তৈরি হয়েছে। সেই অবিশ্বাস দূর করাটা পদ্মসেতুর চেয়েও গুরুত্বপূর্ণ কাজ বলে আমি মনে করছি।’

এমএ/ ০৯:২২/ ২৩ জুলাই

সাহিত্য সংবাদ

আরও সাহিত্য সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে