Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, মঙ্গলবার, ২০ আগস্ট, ২০১৯ , ৫ ভাদ্র ১৪২৬

গড় রেটিং: 0/5 (0 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৭-২১-২০১৯

যুক্তরাষ্ট্রে দুই বিমানের সংঘর্ষ

যুক্তরাষ্ট্রে দুই বিমানের সংঘর্ষ

ওয়াশিংটন, ২১ জুলাই- মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের নাশভিলে আন্তর্জাতিক বিমানবন্দরের টারম্যাকে (বিমান দাঁড়িয়ে থাকার স্থান) দেশটির বেসরকারি বিমানসংস্থা সাউথওয়েস্ট এয়ারলাইন্সের দুটি বিমানের সংঘর্ষ হয়েছে। শনিবার স্থানীয় সময় রাতের দিকে বিমানবন্দরের টারম্যাকে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

সাউথওয়েস্ট এয়ারলাইন্সের কর্মকর্তারা বলেছেন, শনিবার রাতের এই সংঘর্ষের ঘটনায় কোনো হতাহত হয়নি।

ই-মেইলে পাঠানো এক বিবৃতিতে সাউথওয়েস্ট এয়ারলাইন্সের মুখপাত্র মিশেল অ্যাগনিউ বলেছেন, সেন্ট লুইসগামী সাউথওয়েস্ট এয়ারলাইন্সের ফ্লাইট-১৫৫৫ এর সঙ্গে আটলান্টাগামী ফ্লাইট-৪৫৮০ এর সংঘর্ষ হয়েছে। বিমানবন্দরে টারম্যাকে এই সংঘর্ষ হয়। তবে এতে কোনো হতাহত হয়নি।

আটলান্টাগামী ফ্লাইট-৪৫৮০ এর এক যাত্রীর তোলা ছবিতে দেখা যায়, বিমানবন্দরে বৃষ্টিপ্রবণ আবহাওয়া। এর মাঝেই দুই বিমানের একটি অপরটির ওপর ধাক্কা লাগে।

বিমানসংস্থাটি বলছে, পরে নিজস্ব ক্ষমতায় বিমান দুটি গেইটে চলে আসে। পরে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি-না তা জানার জন্য বিমান দুটি তল্লাশি করা হয়। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সূত্র: জাগো নিউজ২৪
এমএ/ ০২:১১/ ২১ জুলাই

উত্তর আমেরিকা

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে