Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, মঙ্গলবার, ২০ আগস্ট, ২০১৯ , ৫ ভাদ্র ১৪২৬

গড় রেটিং: 0/5 (0 টি ভোট গৃহিত হয়েছে)


আপডেট : ০৭-১৯-২০১৯

বানভাসিদের পর্যাপ্ত ত্রাণ নিশ্চিতের আহ্বান

বানভাসিদের পর্যাপ্ত ত্রাণ নিশ্চিতের আহ্বান

ঢাকা , ১৯ জুলাই- বন্যাকবলিত এলাকায় বানভাসিদের জন্য পর্যাপ্ত ত্রাণ নিশ্চিতের দাবি জানিয়ে বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া।

শুক্রবার (১৯ জুলাই) সকালে দলীয় কার্যালয়ে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপের কেন্দ্রীয় কমিটির জরুরি সভায় তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, অতি বর্ষণে দেশের ১৬ জেলায় বন্যা হয়েছে। বন্যাদুর্গতরা চরম সংকটে রয়েছেন। তাই অতি দ্রুত আশ্রয় কেন্দ্র খুলে বন্যাদুর্গতদের পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

সভায় ২৬ জুলাই দলের ৬২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই দিনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

কর্মসূচির মধ্যে রয়েছে- ২৬ জুলাই নয়াপল্টনের যাদু মিয়া মিলনায়তনে দলের প্রতিষ্ঠাতা মওলানা ভাসানীর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, কেক কাটা ও ২৭ জুলাই গোল টেবিল আলোচনা।

সভায় বক্তব্য রাখেন ন্যাপ ভাইস চেয়ারম্যান কাজী ফারুক হোসেন, স্বপন কুমার সাহা, যুগ্ম মহাসচিব মো. নুরুল আমান চৌধুরী, মো. আতিকুর রহমান, সম্পাদকমণ্ডলীর সদস্য আহসান হাবিব খাজা, মো. কামাল ভুইয়া, মো. শহদিুননবী ডাবলু, অধ্যক্ষ নজরুল ইসলাম, নির্বাহী সদস্য বাহাদুর শামিম আহমেদ পিন্টু, সাদিয়া ইসলাম ঈমন, আবদুল্লাহ আল কাউছারী প্রমুখ।

সূত্র: জাগো নিউজ২৪
এনইউ / ১৯ জুলাই

জাতীয়

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে