Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০ , ৬ আশ্বিন ১৪২৭

গড় রেটিং: 3.3/5 (11 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৭-১৮-২০১৯

বিল গেটসকে টপকে দ্বিতীয় ধনী বার্নার্ড আরনল্ট

বিল গেটসকে টপকে দ্বিতীয় ধনী বার্নার্ড আরনল্ট

বিশ্বের ধনী ব্যক্তিদের কথা বললেই, প্রথম সারিতেই যে নাম আসে তার মধ্যে অন্যতম মাইক্রোসফ্ট ফাউন্ডার বিল গেটস। তিনি ধনী ব্যক্তিদের তালিকায় দ্বিতীয় স্থানে ছিলেন এতদিন। কিন্তু এবার তাকে টপকে সেই জায়গা ছিনিয়ে নিলেন বার্নার্ড আরনল্ট। খবর কলকাতা 24x7 এর।

ব্লুমবার্গ বিলিওনেয়ার ইনডেক্সের নয়া তথ্য অনুযায়ী, বিলে গেটস তৃতীয় স্থানে রয়েছেন এবং ফ্রান্সের বার্নার্ড এসেছেন দ্বিতীয়তে। গত মাসেই তিনি টপ থ্রি-এর ক্লাবে যুক্ত হয়েছেন।
জানা গেছে, এলবিএমএইচ(লুই ভিটন মোয়েত হেনেসি)-র চেয়ারম্যান এবং সিইও হলেন এই বার্নার্ড আরনল্ট। ফোর্বস পত্রিকা অনুযায়ী ৭০ বছরের আরনল্ট ১৯৮৪ সালে এই লাগজারি গুডস কোম্পানিতে পা রেখেছিলেন। তারপর তিনি টেক্সটাইল গ্রুপে পা রাখেন।

ব্লুমবার্গ বিলিওনেয়ার ইনডেক্সের নয়া তথ্য অনুযায়ী আরনল্টের সম্পত্তির পরিমাণ ১০৮ বিলিয়ন ডলার। এদিকে বিল গেটস সেখানে রয়েছেন ১০৭ বিলিয়ন ডলারে। তবে শীর্ষ স্থান আগের মতোই দখল করে রেখেছেন ই-কমার্স কোম্পানি আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। বর্তমানে তাঁর সম্পত্তির পরিমাণ ১২৫ বিলিয়ন ডলার।

আর/০৮:১৪/১৮ জুলাই

জানা-অজানা

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে