Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২০ , ২৫ আষাঢ় ১৪২৭

গড় রেটিং: 3.0/5 (11 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৭-১৬-২০১৯

পার্কে আড্ডা ঠেকাতে শিক্ষার্থীদের পুলিশে দিলেন সাংসদ

পার্কে আড্ডা ঠেকাতে শিক্ষার্থীদের পুলিশে দিলেন সাংসদ

নোয়াখালী, ১৬ জুলাই - নোয়াখালীতে স্কুল ফাঁকি দিয়ে পার্কে আড্ডা দেওয়ার ‘অপরাধে’ শিক্ষার্থীদের আটক করে থানায় দিয়েছেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী। আটক শিক্ষার্থীদের ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ায় সামাজিকভাবে তাদের সম্মান ক্ষুণ্ন হয়েছে বলে অভিযোগ করেছেন অনেকে। তবে সংসদ সদস্য বলছেন, অন্যদের সতর্ক করতেই তিনি ফেসবুকে ছবি আপ করেছেন। তার এ কার্যক্রম নতুন নয় জানিয়ে একরামুল করিম চৌধুরী বলেন, গত দুই বছর ধরে এলাকায় ইভটিজিং বন্ধে তিনি স্কুল-কলেজ ফাঁকি দিয়ে আড্ডা দেওয়া শিক্ষার্থীদের সতর্ক করছেন। মঙ্গলবার ফেসবুকেও তিনি লিখেছেন, ‘স্পষ্টভাবে বলছি স্কুল-কলেজ চলাকালীন সময়ে কোনো শিক্ষার্থী পার্কে ঘোরাঘুরি করলে পুলিশ থানায় ধরে নিয়ে শাস্তি প্রদান করবে।’

মঙ্গলবার সকালে পুলিশ নিয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপার কার্যালয়ের সামনে নোয়াখালীর একমাত্র বিনোদন কেন্দ্র ডিসি পার্কে যান সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী। এ সময় সুধারাম মডেল থানার ওসি মোহাম্মদ নবী হোসেনও উপস্থিত ছিলেন। পার্কে আড্ডারত বেশ কয়েকজন ছেলে-মেয়েকে আটক করে সুধারাম মডেল থানায় নিয়ে যাওয়া হয়। এ দৃশ্য দেখে পার্কের ভেতরে থাকা লোকজন বিভিন্ন গেইট দিয়ে দ্রুত পালিয়ে যান। পরে কিছু ছেলে-মেয়েকে আটক করে সুধারাম মডেল থানায় নিয়ে গেলে তাদের অভিভাকরা এসে নিজ জিম্মায় তাদের ছাড়িয়ে নেন।

নোয়াখালী পুলিশ সুপার মো. আলমগীর হোসেন বলেন, ‘স্কুল-কলেজ চলাকালীন কোনো ছাত্রছাত্রীকে পার্কে দেখা গেলে তাদেরকে আটক করতে থানার ওসি ও গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে। ক্লাস ফাঁকি দিয়ে আড্ডা মারলে শিক্ষার্থীরা যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে পারবে না।’


সূত্র : সমকাল

এন এইচ, ১৬ জুলাই.

 

নোয়াখালী

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে