Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, মঙ্গলবার, ২ জুন, ২০২০ , ১৯ জ্যৈষ্ঠ ১৪২৭

গড় রেটিং: 3.2/5 (6 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৭-১৬-২০১৯

সরকারি খরচে হজে যাচ্ছেন ৪৫ জন

সরকারি খরচে হজে যাচ্ছেন ৪৫ জন

ঢাকা, ১৬ জুলাই- ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশে এবার সরকারি খরচে ৪৫ জন হচ্ছে যাচ্ছেন। কমিটির সুপারিশের ভিত্তিতে ধর্ম মন্ত্রণালয় এ ব্যবস্থা করেছে। এছাড়া সংসদীয় কমিটির সভাপতি ছাড়াও কমিটির আরো দুই সদস্য সরকারি খরচে হজে যাচ্ছেন।

মঙ্গলবার বিকেলে সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির তৃতীয় বৈঠকে এ তথ্য জানানো হয়। জানা যায়, গত ১০ জুন সংসদীয় কমিটির বৈঠকে কমিটির প্রতি সদস্যের মনোনীত পাঁচজনকে সরকারি খরচে হজে পাঠানোর সুপারিশ করা হয়।

কমিটির বৈঠকে মন্ত্রণালয় জানায়, কমিটির ওই সুপারিশ বাস্তবায়ন করা হয়েছে। এই কমিটির সদস্য সংখ্যা ৯। সেই অনুপাতে তাদের মনোনীত ৪৫ জন সরকারি খরচে হজ্জে যাচ্ছেন। এ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী টেকনোক্র্যাট হওয়ায় তিনি সংসদীয় কমিটির সদস্য নন।

প্রসঙ্গত, এর আগে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সুশারিশের পর সরকারি প্রাথমিক স্কুলে দফতরি কাম নাইট গার্ড নিয়োগের সময় স্থানীয় এমপিদের সম্পৃক্ত করার সুপারিশ করা হয়। সেই সুপারিশের পর স্থানীয় এমপিদের সম্পৃক্ত করার ফলে দফতরি নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়।

বৈঠক শেষে কমিটির সদস্য এইচ এম ইব্রাহিম বলেন, আমাদের সুপারিশে পাঁচজন করে হজ করার সুযোগ পাওয়ায় আমরা খুশি। এর বাইরেও এবার সরকারের উচ্চপর্যায়ে প্রতিনিধি দলে সংসদীয় কমিটির তিন সদস্য প্রতিনিধি হিসেবে সরকারি খরচে হজে যাচ্ছেন। তারা হলেন- কমিটির সভাপতি মো. হাফেজ রুহুল আমীন মাদানী, মাহমুদ উস সামাদ চৌধুরী ও রত্মা আহমেদ।

কমিটির সভাপতি মো. হাফেজ রুহুল আমীন মাদানীর সভাপতিত্বে কমিটির সদস্য নজিবুল বশর মাইজভান্ডারী, শওকত হাচানুর রহমান (রিমন), মনোরঞ্জন শীল গোপাল, মাহমুদ উস সামাদ চৌধুরী, এইচ এম ইব্রাহিম, জিন্নাতুল বাকিয়া, মোসা. তাহমিনা বেগম এবং রত্না আহমেদ বৈঠকে অংশগ্রহণ করেন।

এছাড়া বিশেষ আমন্ত্রণে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ বৈঠকে অংশ নেন।

সূত্র: জাগো নিউজ২৪
এমএ/ ০৮:৩৩/ ১৬ জুলাই

জাতীয়

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে