Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০ , ২ আশ্বিন ১৪২৭

গড় রেটিং: 3.0/5 (29 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৭-১২-২০১৯

‘আদম’ নিয়ে যা বললেন ঐশী

‘আদম’ নিয়ে যা বললেন ঐশী

ঢাকা, ১২ জুলাই - স্বপ্নজাল সিনেমার নায়ক ইয়াশ রোহান ও ২০১৮ সালের মিস ওয়ার্ল্ড বাংলাদেশ জান্নাতুল ফেরদৌস ঐশীকে নিয়ে আবু তাওহীদ হিরণ নির্মাণ করতে যাচ্ছেন তার প্রথম সিনেমা ‘আদম’। শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) জহির রায়হান হলে সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়ে গেল। এ সিনেমার নায়িকা ঐশী এ খবর আগেই জানা।

মহরতে ছবিটি নিয়ে বিস্তারিত জানালেন ঐশী। তিনি বলেন, ‘এটা আমার দ্বিতীয় চলচ্চিত্র। সবাই জানেন এর আগে আমি মিশন এক্সট্রিম ছবিতে অভিনয় করেছি। পুরোপুরি একটি বাণিজ্যিক ধারার ছবি সেটি। এবার আমি আদম ছবির কাজ শুরু করতে যাচ্ছি। এ ছবির গল্পটি একদম অন্যরকম লেগেছে।’


ছবিতে আমার চরিত্রটির নাম রাজিয়া। এ চরিত্রটি আমার জন্য একেবারে নতুন। গল্প পড়ে বুঝেছি, আমি যে পরিবেশে বড় হয়েছি। যে পরিবেশের মধ্যে পথ চলেছি তার সঙ্গে কোনো মিল নেই। এখন আমি ভিন্ন ধরনের এ চরিত্রটির রপ্ত করার চেষ্টা করছি। এ চলচ্চিত্রটিতে অভিনয়ের সুযোগ দেয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করছি নির্মাতার প্রতি।’

ঐশী আরও বলেন, ‘চলচ্চিত্রের বিভিন্ন ধারার কথা আমরা শুনি। বাণিজ্যিক ছবি বলতে আমরা যা বুঝি আদম ছবিটি ঠিক সে রকম কি না- এটা বড় কথা নয়। ছবির গল্প শুনে আমি মুগ্ধ হয়েছি এবং এ ছবিটির সঙ্গে যুক্ত হয়েছি। আশা করি ছবিটি সবার ভালোই লাগবে। আমরা চেষ্টা করব ভালো কিছু উপহার দেয়ার জন্য।’

ছবিটির মহরতে উপস্থিত ছিলেন ছবিটির প্রযোজক তামিম হোসেন, নির্মাতা, নায়ক, নায়িকাসহ এফডিসির এমডি মো. আব্দুল করিম, চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, প্রযোজক ইকবাল হোসেন, মুনিরা মিঠু প্রমুখ। সবাই ছবিটির জন্য শুভকামনা জানান।

সিনেমাটির গল্প, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন মাসুদ পারভেজ। ছবিটির শুটিং শুরু হবে ২৬ আগস্ট থেকে। সিনেমাটিতে ইয়াশ ও ঐশী ছাড়াও অভিনয় করবেন রাইসুল ইসলাম আসাদ, শহীদুজ্জামান সেলিম, মুনিরা মিঠু, অ্যালেন শুভ্র, আফফান মিতুল প্রমুখ। চলচ্চিত্রটির সংগীত পরিচালনা করছেন মুসফিক লিটু।

 

এন এইচ, ১২ জুলাই.

ঢালিউড

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে