Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০ , ২ আশ্বিন ১৪২৭

গড় রেটিং: 3.0/5 (25 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৭-১২-২০১৯

শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা এখন সময়ের দাবি: গণপূর্ত মন্ত্রী

শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা এখন সময়ের দাবি: গণপূর্ত মন্ত্রী

ঢাকা, ১২ জুলাই - গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, 'শিক্ষা ব্যবস্থায় একটা আমূল পরিবর্তন আনা এখন সময়ের দাবি।' শুক্রবার বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) পিরোজপুর জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, 'শিক্ষা ব্যবস্থায় একটা আমূল পরিবর্তন আনতে হবে। নৈতিকতা ও মূল্যবোধের অবক্ষয় ঘটেছে। এসব গুণ না থাকলে সেই শিক্ষা কোন শিক্ষা নয়। এ কুশিক্ষা নিয়ে জাতি কিছুই করতে পারে না। আমি অবাক হয়ে যাই যখন শিক্ষক নামের কোন কলঙ্কিত ব্যক্তির হাতে মাসুম বাচ্চা নিগৃহীত হয়। তখন লজ্জা ও ঘৃণায় মাথা অবনত হয়ে আসে। এদের রক্ষায় তাদের পাশে কেউ দাঁড়াবেন না। সম্প্রতি মহামারী আকারে ছড়িয়ে পড়া এ ব্যাধি আমাদের রুখে দাড়াতে হবে।' তিনি আরও বলেন, 'কোমলমতি শিশুদের মাদক, ইন্টারনেটের অপব্যবহার, ইভটিজিং ইত্যাদি প্রবণতা থেকে রক্ষা করতে শিক্ষকদের বিশেষ ভূমিকা রাখতে হবে। শিক্ষকতাকে চাকরির সঙ্গে তুলনা করবেন না। চাকরি এবং শিক্ষার মহান পেশা এ দুটির মধ্যে ভিন্নতা রয়েছে। নৈতিকতা ও মূল্যবোধের শিক্ষা দেবেন সন্তানদের।

এ সময় তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার শিক্ষা বান্ধব সরকার। সদ্য পাস করা বাজেটে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে। দেশে প্রতিটি বিভাগে বিশেষায়িত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে আগামী প্রজন্মকে দক্ষ করে তোলা এই সরকারের মূল লক্ষ্য। এজন্যই মেডিকেল বিশ্ববিদ্যালয়, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, টেক্সটাইল ও সিরামিক বিশ্ববিদ্যালয় স্থাপন করা হচ্ছে। যা শেখ হাসিনা সরকারের ১০০ বছরের সুদূরপ্রসারী দৃষ্টির প্রতিফলন।

পিরোজপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে শিক্ষক সমিতির জেলা সভাপতি সুখরঞ্জন ব্যাপারীর সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য রাখেন পিরোজপুর পৌরসভার মেয়র হাবিবুর রহমান মালেক, পুলিশ সুপার মো. হায়াতুল ইসলাম খান, সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ মো. বজলুর রহমান মিয়া, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. কাওসার আলী শেখ, জেলা শিক্ষা অফিসার সুনিল চন্দ্র সেন, কেন্দ্রীয় শিক্ষক নেতা কাজী মজিবুর রহমান, মোস্তফা জামান খান, সুনীল বরণ হালদার প্রমুখ।

সূত্র : ইত্তেফাক

এন এইচ, ১২ জুলাই.

শিক্ষা

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে