Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, রবিবার, ৫ জুলাই, ২০২০ , ২১ আষাঢ় ১৪২৭

গড় রেটিং: 3.0/5 (32 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৭-১২-২০১৯

ইমরান খানকে ভারতের নিমন্ত্রণ

ইমরান খানকে ভারতের নিমন্ত্রণ

নয়াদিল্লী, ১২ জুলাই - শিখ ধর্মের প্রবক্তা গুরু নানকের ৫৫০ জন্মবর্ষপূর্তি উপলক্ষ্যে আয়োজিত নগর কীর্তনে ভারতে আমন্ত্রণ জানানো হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে। শিখ ধর্মাবলম্বীদের এই অনুষ্ঠানের আয়োজন করেছে শিরোমানি গুরুদুয়ারা পারবান্ধক কমিটি।

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানানো হয়েছে, আয়োজক কর্তৃপক্ষ পাক প্রধানমন্ত্রী ইমরান খান ছাড়াও পাকিস্তানের পঞ্জাব প্রদেশের গভর্নর চৌধুরী মোহাম্মদ সারওয়ার এবং মুখ্যমন্ত্রী ওসমান বুজদারকে নিমন্ত্রণ জানিয়েছেন।

শিখ সম্প্রদায়ের এই প্রধান দলটি বিশ্ব জুড়ে গুরুদুয়ারা পরিচালনা করে। আগামী ২৫ জুলাই গুরু নানক দেবের ৫৫০ বছরের জন্ম বর্ষপূর্তি পালিত হবে। গুরু নানকের জন্মের ৫৫০ বছর পূর্তির সেই নগর কীর্তনে যোগ দেয়ার নিমন্ত্রণ পেলেন পাক প্রধান্মন্ত্রী।

সংবাদ সংস্থা এএনআইকে দেয়া এক সাক্ষাৎকারে সিজিপিসির সভাপতি জি এস লংওয়াল বলেন, ‘আগামী ২৫ জুলাই গুরু নানক দেবের ৫৫০ বছরের জন্মবার্ষিকী পালিত হবে। সেই উপলক্ষ্যে মহানগর কীর্তন অনুষ্ঠিত হবে গুরুদুয়ারা নানক সাহিবে। আমরা পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে সেই অনুষ্ঠানে আমন্ত্রন জানিয়েছি।’

শিখ গুরুদুয়ারার এই আমন্ত্রনকে অবশ্যই গভীর রাজনৈতিক উদ্দেশ্য সাধনের দৃষ্টিতে দেখছেন অনেকেই। কেননা সম্প্রতি কাশ্মীরের পুলওয়ামা কাণ্ডের পর ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা এখন অনকেট চড়া। তার মধ্যে পাক প্রধানমন্ত্রীর ভারতে আসার বিষয়টি অনভিপ্রেত।

গুরু নানকের জন্মের ৫৫০ বছর পূর্তি উপলক্ষ্যে নগর কীর্তনের আয়োজন করেছে শিরোমানি গুরুদুয়ারা পারবান্ধক কমিটি। ১০০ দিনব্যাপী দীর্ঘ মিছিল শুরু হবে এই অনুষ্ঠান উপলক্ষ্যে। সেই মিছিলেও পাক প্রধানমন্ত্রীসহ বাকি আমন্ত্রিত অতিথিদের উপস্থিতি চান গুরুদুয়ারার প্রধান।

এন এ/ ১২ জুলাই

দক্ষিণ এশিয়া

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে