Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০ , ৬ আশ্বিন ১৪২৭

গড় রেটিং: 2.9/5 (33 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৭-১১-২০১৯

নতুন কোচ নিয়োগ নিয়ে কিছুই বলছে না বিসিবি

নতুন কোচ নিয়োগ নিয়ে কিছুই বলছে না বিসিবি

ঢাকা, ১১ জুলাই - বিশ্বকাপে বাংলাদেশের ব্যর্থতায় এক বছরের মাথায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুক্তি হারিয়েন প্রধান কোচ স্টিভ রোডস। পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ, স্পিন বোলিং কোচ সুনীল জোশি ও ফিজিও থিহান চন্দ্রমোহনের সাথে চুক্তি নবায়ন করা হয়নি। গুঞ্জন আছে- নিজ থেকে বিদায় বলতে পারেন ব্যাটিং কোচ নেইল ম্যাকেঞ্জিও। সবকিছু মিলিয়ে কোচ নিয়োগ নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছে বিসিবি। সামনেই শ্রীলঙ্কা সফর, তাই সময় ক্ষেপণেরও সুযোগ নেই। তবে কাকে কোচ করা হতে পারে বা কার সাথে চলছে যোগাযোগ- এসব নিয়ে কোনো কথা বলতে চাইছেন না বোর্ড কর্তারা।

বৃহস্পতিবার সাংবাদিকদের সাথে আলাপকালে বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘আগেও এ ব্যাপারে বলেছি। বিভিন্ন সময়ে আমাদের এ ধরণের পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে। এই মুহূর্তে কোনো নাম বলা ঠিক হবে না।’

তিনি মনে করেন, কথাবার্তা চলার মাঝপথে সম্ভাব্য কোচের নাম প্রকাশ করলে অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তার ভাষ্য, ‘বোর্ডের জন্যও ঠিক হবে না, যার সাথে যোগাযোগ হচ্ছে তার জন্যও না। কারণ এটা খুব স্পর্শকাতর একটি বিষয়। যেকোনো জাতীয় দলের কোচ নিয়োগের বিষয়টি স্পর্শকাতর। কারো নাম ওঠার পর তিনি কোচ না হলে তার জন্য বিষয়টি বিব্রতকর হয়ে দাঁড়ায়। বোর্ডের জন্য পরবর্তীতে কোচ বাছাই কঠিন হয়ে যায়। বিষয়গুলো চুড়ান্ত হওয়ার পরই জানাতে চাচ্ছি।’

রোডসের উত্তরসূরি হিসেবে অর্থাৎ নতুন প্রধান কোচের ভ‚মিকায় বিদেশি না দেশি কোচকে দেখা যাবে, এমন প্রশ্নের জবাবে বিসিবি সিইও বলেন, ‘এটি নির্ভর করবে কাকে পাওয়া যাচ্ছে সেটার উপর। সেগুলো নিয়েই বোর্ডে আলোচনা হবে, এরপর চুড়ান্ত সিদ্ধান্ত হবে। আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব খালি পদগুলো পূরণ করতে।’

এন এ/ ১১ জুলাই

ক্রিকেট

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে