লন্ডন, ১০ জুলাই - চলতি বিশ্বকাপে মিডল ওভারে নিজের সতর্ক অবস্থানের জন্য দর্শকদের ব্যাপক সমালোচনার শিকার হয়েছেন ভারতীয় ক্রিকেট তারকা এমএস ধোনি। বুধবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে যখন দল ব্যাটিং বিপর্যয়ে পড়েছে, টুইটারে তখন ভক্তরা প্রশ্ন ছুড়তে থাকেন, ধোনি কোথায়?
ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে নিউজিল্যান্ডের ২৪০ রানের তাড়া করে ব্যাটিং করছে ভারতীয় ক্রিকেট দল। রোহিত শর্মা, বিরাট কোহলি ও কেলএল রাহুল এক রান করে আউট হন।
তৃতীয় উইকেটে যখন দীনেশ কার্তিক ব্যাট করতে আসেন, তখন ক্রিকেট ভক্তরা টুইটারের বন্যা বইয়ে দেন। তাদের প্রশ্ন একটিই, সাবেক অধিনায়ক ধোনি কোথায়?
এদিকে রবিন্দ্র জাদেজা ও মহেন্দ্র সিং ধোনির ব্যাটে খেলায় ফিরেছে ভারত। দলের ব্যাটিং বিপর্যয়ের দিনে হাল ধরেন তারা। তাদের অনবদ্য ব্যাটিংয়ে জয়ের স্বপ্ন দেখছে ভারত।
বুধবার ইংল্যান্ডের ম্যানচেস্টারে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ২৪০ রানের মামুলি স্কোর তাড়া করতে নেমে মাত্র ৫ রানে ৩ উইকেট হারিয়ে শুরুতেই বিপদে পড়ে যায় ভারত।
ইনিংসের দ্বিতীয় ওভারের তৃতীয় বলে দলীয় ৪ রানে ম্যাট হেনরির বলে উইকেটের পেছনে ক্যাচ তুলে দেন রোহিত শর্মা। আগের তিন ম্যাচে টানা সেঞ্চুরি করা রোহিত এদিন ফেরেন চার বলে মাত্র ১ রান করে।
রোহিত শর্মার বিদায়ের পর উইকেটে নেমে ৬ বল খেলার সুযোগ পান বিরাট কোহলি। বর্তমান বিশ্বের অন্যতম সেরা এই ব্যাটসম্যান ট্রেন্ট বোল্টের গতির বলে এলবিডব্লিউ হন। রিভিউ নিয়েও উইকেট বাঁচাতে পারেননি তিনি। কোহলি ফেরেন মাত্র ১ রান করে।
চতুর্থ ওভারের প্রথম বলে ম্যাট হেনরির বলেই উইকেটের পেছনে ক্যাচ তুলে দিয়ে ফেরেন অন্য ওপেনার লোকেশ রাহুল। তিনিও ফেরেন মাত্র এক রানে। বিশ্বকাপের ইতিহাসে প্রথম তিন ব্যাটসম্যান এভাবে ১ রান করে আউট হওয়ার রেকর্ড এবারই প্রথম।
মাত্র ৫ রানে ৩ ব্যাটসম্যানের উইকেট হারিয়ে চরম বিপর্যয়ে পড়ে যায় কোহলিরা।
দলের এমন কঠিন বিপর্যয়ের ম্যাচে হাল ধরবেন বলে দিনেশ কার্তিকের প্রতি ভরসা করেছিলেন ভারতীয় সমর্থকরা। দলের এই দুঃসময়ে তিনিও নিজে ত্রাতা হিসেবে আবির্ভূত হতে পারেননি।
ম্যাট হেনরির বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে জেমস নিশামের বাঁ-হাতের অসাধারণ ক্যাচে পরিণত হন কার্তিক। তার বিদায়ের মধ্য দিয়ে ১০ ওভারে মাত্র ২৪ রানে প্রথম সারির ৪ ব্যাটসম্যানের উইকেট হারিয়ে চরম বিপদে পড়ে যায় ভারত।
Our last hope
— Amit Singh (@itsdigitalamit) July 10, 2019
Where is Dhoni#INDvsNZ #indiavsNewzealand #SirJadeja #INDvNZL #Dhoni #DhoniAtCWC19 #Kohli pic.twitter.com/KsHSQu6Nmx
এন এ/ ১০ জুলাই