Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, মঙ্গলবার, ২০ আগস্ট, ২০১৯ , ৫ ভাদ্র ১৪২৬

গড় রেটিং: 3.0/5 (5 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৭-১০-২০১৯

শ্রী‌দেবীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, দাবি ডিজিপি ঋষিরাজ সিংয়ের

শ্রী‌দেবীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, দাবি ডিজিপি ঋষিরাজ সিংয়ের

মুম্বাই, ১০ জুলাই - গত বছ‌রের ফেব্রুয়া‌রিতে ব‌লিউ‌ডের কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবীর মৃত্যু হয়েছে । তার মৃত্যু রহস্যময় হ‌য়ে আ‌ছে আজও। গুণী এই অ‌ভি‌নেত্রী‌কে আস‌লে খুন করা হ‌য়ে‌ছে এমন অ‌ভি‌যোগ উ‌ঠে‌ছে।

ভারতীয় জেলের ডিজিপি ঋষিরাজ সিং এই অভিনেত্রীর মৃত্যু নিয়ে নতুন ক‌রে বিতর্ক তৈ‌রি ক‌রে‌ছেন। শ্রী‌দেবীর মৃত্যু‌কে দুর্ঘটনা বলে মেনে নিতে নারাজ তি‌নি। তার দা‌বি প‌রিক‌ল্পিতভা‌বে খুন করা হ‌য়ে‌ছে শ্রী‌দেবী‌কে।

ঋষিরাজ বলেন, আমার বন্ধু প্রয়াত ফরেনসিক বিশেষজ্ঞ ড. উমাধাথন অনেক দিন আগে আমাকে জানিয়েছিল অভিনেত্রী শ্রীদেবীর মৃত্যুর নেপথ্যে খুন হয়ে থাকতেই পারে। কিন্তু এটা কখনই দুর্ঘটনাবশত মৃত্যু নয়।

২০১৮ সালের ফেব্রুয়ারিতে দুবাইয়ের এক পারিবারিক বিয়ের অনুষ্ঠানে গিয়ে শ্রী‌ দেবীর মৃত্যু হয়। হোটেলের বাথরু‌মের বাথট্যাবে ডুবে গিয়ে শ্রীদেবীর মৃত্যু হ‌য়ে‌ছে ব‌লে ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ করা হয়। সেই সময়ও এই রি‌পোর্ট বিশ্বাস ক‌রেন‌নি অ‌নে‌কেই। নতুন করে তদন্তের দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারসস্থ হয়েছিলেন এক পরিচালক। তা‌তেও তেমন কো‌নো লাভ হয়‌নি।

শ্রী‌দে‌বীর মৃত্যুর দেড় বছর পর ঋষিরাজ সিং সেই আগু‌নেই ঘি ঢে‌লে‌ছেন। তি‌নি জানান, তার বন্ধু ড. উমাধাথন তাকে বলেছেন, একজন মানুষ যতই মদ্যপ থাকুক না কেন এক হাঁটু জলে ডুবে যাবে না। সে তখনই ডুবে যাবে যখন তার পা ধরে টানা হবে এবং মাথা জলে চুবিয়ে রাখা হবে। এই মন্তব্যের পর থেকেই শ্রীদেবীর মৃত্যু নিয়ে আবারও বিত‌র্কের ঝড় উ‌ঠে‌ছে ব‌লিউ‌ডে।

 

এন এইচ, ১০ জুলাই.

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে