Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০ , ১৮ আষাঢ় ১৪২৭

গড় রেটিং: 2.9/5 (31 টি ভোট গৃহিত হয়েছে)


আপডেট : ০৭-০৯-২০১৯

৬ দফা দাবিতে দৃষ্টিপ্রতিবন্ধীদের অবস্থান ধর্মঘট

৬ দফা দাবিতে দৃষ্টিপ্রতিবন্ধীদের অবস্থান ধর্মঘট

ঢাকা, ৯ জুলাই- ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম জানিয়েছেন, আগামী দুই বছরের মধ্যে ঢাকাকে রিকশাশূন্য করার পরিকল্পনা করা হয়েছে।

মঙ্গলবার (৯ জুলাই) রাজধানীর একটি হোটেলে সুশৃঙ্খল গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এক আন্তর্জাতিক অভিজ্ঞতা বিনিময় বিষয়ক কর্মশালার সমাপনী পর্বে তিনি এসব কথা বলেন।

এ সময় আতিকুল ইসলাম আরও বলেন, আমাদের গণপরিবহন ব্যবস্থায় নিয়ম-শৃঙ্খলা নেই। নিয়ম-শৃঙ্খলা বলতে ব্যবসায়িক নিয়ম থাকতে হবে, আর্থিক নিয়ম থাকতে হবে। এমনকি প্রাতিষ্ঠানিক কাঠামো থাকতে হবে। আমাদের এখানে সেটা নেই। পরিবহন ব্যবস্থাকে একটি বিজনেস মডিউল দিতে হবে। সবাই যে যার মতো ব্যবসা করছে। সেখান থেকে সবাইকে এই মডিউলের ভেতর নিয়ে আসতে হবে।

অনুষ্ঠান শেষে রিকশা মালিক ও চালকদের আন্দোলন সম্পর্কে প্রশ্ন করা হলে মেয়র বলেন, আমরা আগামীকাল (বুধবার) রিকশাচালক ও মালিকদের নগর ভবনে ডেকেছি। আমরা তাদের সঙ্গে কথা বলতে চাই, তাদের সমস্যার কথা শুনতে চাই। আমরা তাদের বোঝাতে চাই যে নগরীর বৃহত্তর স্বার্থে এ ধরনের পদক্ষেপ নিতে হবে।

সূত্র: সমকাল
এনইউ / ০৯ জুলাই

জাতীয়

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে