Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, রবিবার, ৫ এপ্রিল, ২০২০ , ২২ চৈত্র ১৪২৬

গড় রেটিং: 3.0/5 (36 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৭-০৯-২০১৯

সুজন হচ্ছেন টাইগারদের কোচ!

সুজন হচ্ছেন টাইগারদের কোচ!

ঢাকা, ০৯ জুলাই- বিশ্বকাপে বাংলাদেশ দলের ব্যর্থতার দায়ে হেড কোচ স্টিভ রোডসের সঙ্গে চুক্তি বাতিল করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফলে নতুন কোচ না নিয়োগ হওয়া পর্যন্ত কোচিংয়ের দায়িত্ব পালন করতে পারেন খালেদ মাহমুদ সুজন।

বিসিবি জানিয়েছে, বিশ্বকাপ চলাকালীন স্টিভ রোডসকে সরিয়ে দেয়ার বিষয়ে টিম ম্যানেজমেন্টের ভেতর আলোচনা হয়েছিল। দুই পক্ষের সমঝোতায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আগামী ২৩ জুলাই শ্রীলঙ্কা সফরের উদ্দশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল। শ্রীলঙ্কা সফরে দায়িত্বে কে থাকবেন তা এখনো চূড়ান্ত না হলেও, আপাতত খালেদ মাহমুদ সুজনকে দায়িত্ব দেয়া হতে পারে।

এদিকে লঙ্কান সিরিজে তামিম-মুশফিকদের ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জিও থাকছেন না ব্যক্তিগত ছুটির কারণে। চুক্তির মেয়াদ না বাড়ানোয় ফাস্ট বোলিং কোচ কোর্টনি ওয়ালস, স্পিন কোচ সুনিল যোশী ও ফিজিও থিহান চন্দ্রমোহনকে বিশ্বকাপ থেকেই বিদায় বলতে হয়েছে। শুধু ফিল্ডিং কোচ রায়ান কুক ও বিশ্লেষক শ্রীনিভাস চন্দ্রসেকরন লঙ্কান সিরিজে দলের সঙ্গে থাকছেন বলে জানা যায়।

প্রসঙ্গত, ২০১৭ সালে মেয়াদের মাঝপথে চণ্ডিকা হাথুরুসিংহে পদ ছেড়ে দেয়ার পর ২০১৮ সালের জানুয়ারিতে ত্রি-দেশীয় সিরিজ এবং শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ও টি-২০ সিরিজে অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করেছিলেন খালেদ মাহমুদ সুজন। যদিও তার অধীনে দল প্রত্যাশিত সফলতা পায়নি।

সূত্র: বাংলাদেশ জার্নাল

এমএ/০৯:১২/ ০৯ জুলাই

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে