Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০ , ১৭ আষাঢ় ১৪২৭

গড় রেটিং: 3.0/5 (25 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৭-০৯-২০১৯

ভারত-নিউজিল্যান্ড ম্যাচে বৃষ্টি, খেলা না হলে যা হবে

ভারত-নিউজিল্যান্ড ম্যাচে বৃষ্টি, খেলা না হলে যা হবে

লন্ডন, ৯ জুলাই - প্রথম সেমিফাইনালে বৃষ্টির সম্ভাবনা আগে থেকেই ছিল। অবশেষ তা এলো নিউজিল্যান্ড ইনিংসের শেষ সময়ে। ম্যানচেস্টারে ৪৬ ওভার ১ বল খেলা হওয়ার পর বৃষ্টির কারণে আর মাঠে গড়ায়নি বল। বৃষ্টি কিউইদের জন্য আশীর্বাদ হলে আসলেও ভারতের জন্য দুঃখই। কেননা বৃষ্টির আগ পর্যন্ত কিউইদের সংগ্রহ ২১১ রান, যা ভারতের জন্য কোনো রানই না।

বৃষ্টিতে আজ খেলা না হলে যা হবে...

* দুটি সেমিফাইনাল ও ফাইনালে থাকছে রিজার্ভ ডে।  প্রতিদিনই ১২০ মিনিট পর্যন্ত সময় বাড়ানো যাবে খেলা শেষ করার জন্য।  তবে সব ম্যাচেই দুই দলকে অন্তত ২০ ওভার খেলতে হবে।

* কোন ম্যাচ নির্ধারিত দিনে বৃষ্টি বা খারাপ আবহাওয়ার কারণে শেষ না হলে রিজার্ভ ডে-তে তা আগের দিন যেখানে শেষ হয়েছে,সেখান থেকে শুরু হবে।

* কোন ম্যাচ টাই হলে সুপার ওভারের মাধ্যমে নিষ্পত্তি হবে।

* কোন সেমিফাইনাল বৃষ্টির জন্য পরিত্যক্ত হলে গ্রুপ লিগে যে দলের পয়েন্ট বেশি ছিল, তারা ফাইনালে চলে যাবে।  এই নিয়মে ভারত-নিউজিল্যান্ড সেমিফাইনাল পরিত্যক্ত হলে ফাইনালে চলে যাবে ভারত।  কারণ ১৫ পয়েন্ট নিয়ে এক নম্বরে লিগ শেষ করেছে ভারত। অপরদিকে কিউইরা ১১ পয়েন্ট নিয়ে চার নম্বর স্থানে লিগ শেষ করেছে।

পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে সেমিফাইনালে উঠে এসেছে ভারত। গ্রুপ পর্বে একমাত্র হার ফেবারিট ইংল্যান্ডের বিপক্ষে। আজ মঙ্গলবার ফাইনালে যাওয়ার লড়াইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে মুখোমুখি হয়েছে ভারত। ম্যানচেস্টারে বাঁচা-মরার এই ম্যাচে টস হেরে ফিল্ডিং করছে ভারত।

শুরু থেকেই কৃপণ বোলিংয় করে কিউইদের চেপে ধরেন ভারতীয় বোলাররা। গাপটিলের উইকেট দলীয় একরানের মধ্যে তুলে নিলেও এরপর অনেক্ষণ উইকেটের দেখা পাননি বুমরাহরা। ধীরে চলো নীতিতে খেলতে থাকা নিউজিল্যান্ডের ১০০ রান করতেই লেগে যায় ২৯ ওভার!

বরাবরের মতো আজও কিউইদের বাঁচান অধিনায়ক কেন উইলিয়ামসন। সাজঘরে ফিরে যাওয়ার আগে ৬৭ রান করেন এই কিউই ব্যাটসম্যান। এ ছাড়া নিকোলস করেন ২৮ রান করেন। ৬৭ রান নিয়ে এখনো ক্রিজে আছেন রস টেইলর।

এন এইচ, ৯ জুলাই.

ক্রিকেট

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে