Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, রবিবার, ৫ জুলাই, ২০২০ , ২০ আষাঢ় ১৪২৭

গড় রেটিং: 3.0/5 (25 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৭-০৯-২০১৯

রিফাত হত্যার বিচার দাবিতে বরিশালে নাগরিকবন্ধন

রিফাত হত্যার বিচার দাবিতে বরিশালে নাগরিকবন্ধন

বরিশাল, ০৯ জুলাই- বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যার বিচার দাবিতে বরিশালে নাগরিকবন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

জেলার উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের সচেতন নাগরিক সমাজের ব্যানারে মঙ্গলবার (০৯ জুলাই) সকালে বরিশাল-বানারীপাড়া সড়কের গুঠিয়া বন্দরে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচি থেকে রিফাত শরীফের খুনিদের আশ্রয়দাতাসহ সব অপরাধীর বিষয়ে গণশুনানি ও বিচার বিভাগী তদন্ত এবং সংশ্লিষ্ট সব অপরাধীর বিচার দ্রুত নিষ্পত্তির দাবি জানানো হয়েছে।

এসময় কর্মসূচিতে গুঠিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ডা. দেলোয়ার হোসেন, সমাজসেবক খালিদ হোসেন খান, গুঠিয়া বন্দর ব্যবসায়ী কমিটির সভাপতি নিজাম সরদার, আওয়ামী লীগ নেতা মিন্টু সরদার, মহসিন মন্টু ও স্থানীয় শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বুধবার (২৬ জুন) সকালে বরগুনা সরকারি কলেজের সামনে সন্ত্রাসীরা স্ত্রীর সামনেই কুপিয়ে গুরুতর জখম করে রিফাত শরীফকে। পরে বিকেলে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল (শেবাচিম) কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সূত্র: বাংলা নিউজ
এমএ/ ০৪:২২/ ০৯ জুলাই

বরিশাল

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে