Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, রবিবার, ১২ জুলাই, ২০২০ , ২৭ আষাঢ় ১৪২৭

গড় রেটিং: 3.0/5 (25 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৭-০৯-২০১৯

বিমানে ভিআইপি সিট না পেয়ে ক্ষুব্ধ মাহবুব তালুকদার

বিমানে ভিআইপি সিট না পেয়ে ক্ষুব্ধ মাহবুব তালুকদার

ঢাকা, ৯ জুলাই- উড়োজাহাজে নির্ধারিত ভিআইপি আসন না পেয়ে রিজেন্ট এয়ারের বিরুদ্ধে অভিযোগ করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। গেল ২৭ জুন তিনি সস্ত্রীক ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে রিজেন্ট এয়ারের আরএক্স ০৭৮৬ নম্বর ফ্লাইটের যাত্রী ছিলেন। এ বিষয়ে বেসরকারি বিমান সংস্থাটির বিরুদ্ধে আইনিব্যবস্থা নিতে গত ২ জুলাই প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার কাছে লিখিত অভিযোগ দেন মাহবুব তালুকদার। যদিও চিঠির ব্যাপারে জানতে চাইলে মাহবুব তালুকদার কোনো মন্তব্য করতে রাজি হননি।

জানা গেছে, বিজনেস ক্লাসে মাহবুব তালুকদার ও তার স্ত্রীর আসন নম্বর ছিল।

১-এ ও ২-ডি। কিন্তু উড়োজাহাজে ওঠার পর দেখেন বিজনেস ক্লাসের কোনো আসন খালি নেই। তাদের নির্ধারিত আসনে অন্য একজন ভিআইপি সস্ত্রীক বসে আছেন। এর পর উড়োজাহাজের কর্মীরা তাদের নিয়ে ইকোনমি ক্লাসের আসনে বসান। অথচ দুজনেরই বোর্ডিং পাসে ‘ভিআইপি’ সিল মারা ছিল। এ অনিয়মের কারণ জানতে চাইলে কর্তব্যরত এয়ার হোস্টেস কোনো ব্যাখ্যা দিতে পারেননি।

ইসি সচিবালয়ের কর্মকর্তারা জানান, এ বিষয়ে কমিশনার মাহবুব তালুকদার সিইসির কাছে ইউও (আন-অফিসিয়াল) নোট দিয়ে অভিযোগ জানিয়েছেন। চিঠিতে তিনি লিখেছেন- এ ঘটনায় শুধু একজন নির্বাচন কমিশনারের সম্মানহানিই হয়নি, বিষয়টি সামগ্রিকভাবে নির্বাচন কমিশন ও নির্বাচন কমিশনারদের প্রতি অমর্যাদাকর।

ঘটনাটি সাংবিধানিক সংস্থা নির্বাচন কমিশনকে হেয় করার শামিল হিসেবে দেখছে ইসি সচিবালয়ও। তাই এ বিষয়ে পদক্ষেপও নিতে যাচ্ছেন তারা। অবশ্য দুঃখ প্রকাশ করে রিজেন্ট এয়ার কর্তৃপক্ষ বলছে, তারা ঘটনাটি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

আর/০৮:১৪/০৯ জুলাই

জাতীয়

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে