খাগড়াছড়ি, ০৮ জুলাই- গত কয়েকদিনের টানা বৃষ্টির কারণে পাহাড় ধসের আশঙ্কায় সতর্কতা জারি করেছে প্রশাসন। জেলার আট উপজেলার বিভিন্ন গ্রামে বসবাস করা লোকজনকে সরে যাবার নির্দেশ দিয়ে মাইকিং করা হচ্ছে।
সোমবার (৮ জুন) বিকালে জেলা পরিষদের সভায় জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম বলেন, ‘পুরো জেলায় নিম্ন, নিম্নমধ্যবিত্ত ও মধ্যবিত্ত আটশ’ পরিবারের কয়েক হাজার মানুষ পাহাড় ধসের ঝুঁকিতে বসবাস করছে। জেলা প্রশাসন কর্তৃক দফায়-দফায় ৯ উপজেলার বিভিন্ন এলাকায় বেশ কয়েকবার জরিপ করে ঝুঁকিপূর্ণ পরিবারের সংখ্যা নিরূপন করা হয়েছে। পাহাড় ধসের হুমকিতে থাকা এসব পরিবারের মধ্য থেকে ইতোমধ্যে ১১ পরিবারকে স্থায়ী ও নিরাপদস্থানে পুনর্বাসন করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের নির্দেশনা মতে পর্যায়ক্রমে পাহাড় ধসের ঝুঁকি নিয়ে বসবাস করা সব পরিবারের পাশে দাঁড়াবে সরকার। ঝুঁকিতে থাকা মানুষদের সম্পদহানির পাশাপাশি প্রানহানি কমাতে উদ্যোগ নেবে সরকার।’ দুর্গত লোকদের রাতে থাকার জন্য বিভিন্ন এলাকার স্কুল ও কলেজ খোলা রাখার নির্দেশ দেন তিনি।
সূত্র: বাংলা ট্রিবিউন
এনইউ / ০৮ জুলাই