Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০ , ২৩ আষাঢ় ১৪২৭

গড় রেটিং: 3.1/5 (26 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৭-০৫-২০১৯

নিয়মরক্ষার ম্যাচে মুখোমুখি হবে ভারত-শ্রীলঙ্কা

নিয়মরক্ষার ম্যাচে মুখোমুখি হবে ভারত-শ্রীলঙ্কা

লন্ডন, ০৫ জুলাই- ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজেদের অষ্টম ম্যাচে খেলতে নামার আগেই দুঃসংবাদ শুনতে হয়েছে শ্রীলঙ্কাকে। কেননা আগের রাতে ভারতের বিপক্ষে ইংল্যান্ডের জয়ে বিশ্বকাপ আসর থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে লাসিথ মালিঙ্গাদের। অপরদিকে শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে জয় নিয়ে শেষ চার নিশ্চিত করেছে ভারত। তাই দু’দলের পরবর্তী ম্যাচ এখন শুধুই নিয়ম রক্ষার।

শনিবার (৬ জুলাই) লর্ডসে এবারের বিশ্বকাপের অন্যতম সেরা দল ভারতের মুখোমুখি হবে লঙ্কানরা। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি।

নিয়মরক্ষার ম্যাচ হলেও এই ম্যাচটিকে নিজেদের সম্মান রক্ষার ম্যাচ হিসেবেই দেখছেন লঙ্কানরা। কেননা শেষটা ভাল করেই ফিরতে চান দেশে। একই সাথে ম্যাচ জিতে পয়েন্ট বাড়িয়ে এবারের আসরের শীর্ষ দল হতে চাইবে কোহলিরা। তাই ছাড় দেবেনা কেউই।

আসরে ভারতীয় ওপেনার রোহিত শর্মাও বেশ ফর্মে থাকবেন বলেই মনে করা হচ্ছে। তিনি চাইবেন লঙ্কানদের বিরুদ্ধেই এবারের বিশ্বকাপ আসরের ৫ম সেঞ্চুরিটি তুলে নিতে। কেননা তা করতে পারলে শ্রীলঙ্কার বিপক্ষেই শ্রীলঙ্কান ক্রিকেটার কুমারা সাঙ্গাকারার এক বিশ্বকাপে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডকে পেছনে ফেলতে পারবেন তিনি।

তবে সেসব হিসেব বাদ দিয়ে লঙ্কান অফ স্পিনার ধনঞ্জয়া ডি সিলভা বললেন অন্য কথা। তার মতে, ভারতকে হারানোই যায়। এ বিষয়ে তিনি বলেন, আইসিসির টুর্নামেন্টে আমরা সব সময়ই ভারতের বিরুদ্ধে ভালো ফল করেছি। সদ্য আমরা ওয়েস্ট ইন্ডিজকে হারালাম। তাই আমাদের আত্মবিশ্বাস রয়েছে। পরের ম্যাচেও যা দেখা যাবে। তাই সেখানে আমরা ভারতে হারাতে পারি। তা হলে পঞ্চম স্থানে টেনে নিতে পারবো নিজেদের।

ভারতের সঙ্গে শেষ আটবারের মোলাকাতে একটি মাত্র ম্যাচে জিতেছে শ্রীলঙ্কা। তবে ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে সাত উইকেটে শ্রীলঙ্কা হারিয়েছিল ভারতকে। সেই জয়ের দিকেই ইঙ্গিত ধনঞ্জয়ের।

এদিকে শ্রীলঙ্কা ম্যাচের আগে খোশ আছে মেজাজে টিম ইন্ডিয়া। সেমিতে পৌঁছে আত্মবিশ্বাসে ফুটছে কোহলি ব্রিগেড। সেই আত্মবিশ্বাসকে কাজে লাগিয়েই সাদা বলের ক্রিকেটে কেন তিনিই সেরা বোলার, সেটা আবার দেখাতে চাইবেন জসপ্রীত বুমরাহ।

একই দিনে ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে পর্দা নামবে ২০১৯ বিশ্বকাপের রাউন্ড রবিনের। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায়।

আসরে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। অার বিদায় নিশ্চিত হয়ে গেছে দক্ষিণ আফ্রিকার।

সূত্র: বাংলা নিউজ
এমএ/ ১১:৪৪/ ০৫ জুলাই

ক্রিকেট

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে