Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২০ , ২৫ আষাঢ় ১৪২৭

গড় রেটিং: 3.0/5 (25 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৭-০৫-২০১৯

মুশফিককে ছাড়িয়ে গেলেন ইকরাম  

মুশফিককে ছাড়িয়ে গেলেন ইকরাম

 

লন্ডন, ০৫ জুলাই- বাংলাদেশ দলের অনত্যম নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুশফিকুর রহিম। জাতীয় দলের এই উইকেটকিপার ব্যাটসম্যানকে ছাড়িয়ে গেলেন আফগানিস্তানের এক তরুণ ব্যাটসম্যান।

বৃহস্পতিবার ইংল্যান্ডের হ্যাডিংলি লিডসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্বকাপের শেষ ম্যাচ খেতে নেমে অসাধারণ ব্যাটিং করেন আফগান তরুণ ব্যাটসম্যান ইকরাম আলিখিল। কেমার রোচ, জেসন হোল্ডার, শেলডন কটরিল, ওশান থমাসদের গতিকে কাজে লাগিয়ে ৯৩ বলে আটটি বাউন্ডারিতে ৮৬ রানের ইনিংস খেলেন ইকরাম।

১৮ বছর ২৭৮ দিন বয়সে উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে ফিফটির ইতিহাস গড়েন ইকরাম আলিখিল। এর আগে ওয়ানডে ক্রিকেটে (১৯ বছর ২৪৬দিন) সবচেয়ে কম বয়সী উইকেটকিপার ব্যাটসম্যান হিসিবে ফিফটি করেছিলেন মুশফিকুর রহিম। বৃহস্পতিবার কম বয়সী উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে মুশফিককে ছাড়িয়ে ফিফটির ইতিহাস গড়েছেন ইকরাম।

বৃহস্পতিবার উইন্ডিজের বিপক্ষে স্বপ্ন জাগিয়েও জিততে পারেনি আফগানিস্তান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩১২ রানের পাহাড় ডিঙাতে নেমে ২ উইকেটে ১৮৯ রান সংগ্রহ করে আফগানিস্তানকে জয়ের পথেই রেখেছিলেন ইকরাম আলিখিল। এরপর ৬৬ রানে ৬ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় আফগানরা। শেষ পর্যন্ত ২৩ রানে হেরে পরাজয়ের বৃত্তে থেকেই বিশ্বকাপ মিশন শেষ করে এশিয়ার এই উঠতি দলটি।

এনইউ / ০৫ জুলাই

ক্রিকেট

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে