Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০ , ২২ আষাঢ় ১৪২৭

গড় রেটিং: 3.0/5 (25 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৭-০৪-২০১৯

রথযাত্রায় উৎসবের নগরীতে পরিণত হয়েছে সিলেট

রথযাত্রায় উৎসবের নগরীতে পরিণত হয়েছে সিলেট

সিলেট, ৪ জুলাই - সিলেট নগরীতে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠান রথযাত্রা।

বৃহস্পতিবার (০৪ জুলাই) বিকেলে কয়েক হাজার সনাতন ধর্মাবলম্বী রথযাত্রায় অংশ নেন।

অন্য বছরগুলোর মতো এবারও রথযাত্রা উপলক্ষে নগরীর রিকাবি বাজারে বসেছে রথমেলা।

কথিত রয়েছে, আষাঢ়ের শুক্লা তিথিতে জগন্নাথ, তার ভাই বলভদ্র (বলরাম) ও বোন সুভদ্রাকে সঙ্গে নিয়ে পুরীধামের মন্দির থেকে গুন্ডিচা মন্দিরে যান। সেখানে নয়দিন অবস্থানের পর আবার পুরীধামে ফিরে আসেন। পুরীধামে জগন্নাথ দেবের রথযাত্রার মাধ্যমেই যুগযুগ ধরে চলে আসছে এই উৎসব। প্রতি বছর রথযাত্রা আষাঢ়ের শুক্লা পক্ষের দ্বিতীয় তিথীতে অনুষ্ঠিত হয়।

সিলেটের নগরের লামাপাড়ার বাসিন্দা রনজিৎ সিংহ বলেন, আজ (বৃহস্পতিবার) রথযাত্রা শুরু হয়েছে। ৯ দিন চলবে। ১২ জুলাই উল্টো রথ টেনে নিয়ে যাওয়া হবে মন্দিরে।

সনাতন ধর্মাবলম্বী সুব্রত দাস বলেন, রথযাত্রা উপলক্ষে প্রতিদিন মন্দিরে বিশেষ প্রার্থনা থাকে। পাশাপাশি ধর্মীয় আলোচনা সভা, বৈদিক নাটক ও প্রসাদ বিতরণ হয়ে থাকে।

এদিকে, রথযাত্রা উপলক্ষে ২২টি দেবালয়কে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) পক্ষ থেকে ৩০ হাজার টাকা করে মোট ৬ লাখ ৬০ হাজার টাকা অর্থিক অনুদান দেওয়া হয়। আনুষ্ঠানিকভাবে সংশ্লিষ্টদের হাতে অনুদানের অর্থ তুলে দেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী।


সূত্র : বাংলানিউজ ২৪

এন এইচ, ৪ জুলাই.

সিলেট

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে