জয়পুরহাট, ১৮ সেপ্টেম্বর- জয়পুরহাটের ঢিলে ঢালা ভাবে চলছে জামায়াতের ডাকা দুই দিনের হরতালের প্রথম দিন। আজ বুধবার হরতালে দুরপাল্লা ও আন্ত:জেলার কোন বাস, ট্রাক সহ ভারী যানবাহন চলাচল করেনি তবে শহরে অটোরিক্সা ও হালকা যানবাহন চলাচল ছিল স্বাভাবিক। হরতাল চলাকালে সকাল ৯টার দিকে শহরের ধানমন্ডি এলাকা থেকে একটি ঝটিকা মিছিল বের করে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। মিছিলটি শহরের বাটার মোড়ে এসে শেষ হয়।
এদিকে সকাল ১০টার দিকে হিচমী নামক স্থানে একটি মোটরসাইকেলে আগুন দিয়ে পুড়িয়ে দেয় জামায়াত-শিবিরের কর্মীরা। এসময় ঘটনাস্থল থেকে এক জামায়াত কর্মীকে আটক করে পুলিশ।
অপরদিকে দুপুরে জেলার কড়ই তিনমাথা মোড় এলাকা থেকে পিকেটিং এর সময় আরো দুই শিবির কর্মীকে আটক করেছে পুলিশ।
জেলা প্রশাসক মোহাম্মদ ইয়াছিন জানান, শহরের আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও র্যাবের পাশাপাশি এক প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
পুলিশ সুপার হামিদুল আলম জানান, আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শহরে অতিরিক্ত পুলিশ ও র্যাব মোতায়েন রয়েছে। এখন পর্যন্ত জেলার কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।