Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০ , ১৭ আষাঢ় ১৪২৭

গড় রেটিং: 3.0/5 (39 টি ভোট গৃহিত হয়েছে)


আপডেট : ০৭-০১-২০১৯

সন্ত্রাস দমনে সরকার ব্যর্থ: সেলিমা 

সন্ত্রাস দমনে সরকার ব্যর্থ: সেলিমা 

ঢাকা, ০১ জুলাই- সন্ত্রাস দমনে ব্যর্থ হয়েছে সরকার, প্রকাশ্যে মানুষ হত্যা তার প্রমাণ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।
সোমবার সকালে গুলশানে হলি আর্টিসানে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে এসব কথা বলেন তিনি। তিন বছর আগে এখানেই ঘটেছিল বাংলাদেশের ভয়াবহতম জঙ্গি হামলার ঘটনাটি।

সাম্প্রতিক সময়ে বরগুনার রিফাত হত্যা, সোনাগাজীর নুসরাত হত্যা প্রসঙ্গ টেনে সেলিমা রহমান বলেন, এসব ঘটনাই প্রমাণ করে সন্ত্রাস দমনে সরকার ব্যর্থ।

হলি আর্টিসান হামলার পর বর্তমান সরকার অনেক কার্যক্রম চালিয়েছে, সেসব কার্যক্রম সম্পর্কে মূল্যায়ন কী- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার হামলার পর কিছুটা হলেও সফল হয়েছে কিন্তু সন্ত্রাসবাদ দমনে ব্যর্থ হয়েছে।

এসময় তার সঙ্গে ছিলেন- দলের ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন ও বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

উল্লেখ্য, ২০১৬ সালের ১ জুলাই রাত পৌনে ৯টার দিকে গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলা চালায় বন্দুকধারী জঙ্গিরা। ওই রাতেই তারা দেশি-বিদেশি মোট ২০ জনকে হত্যা করে। নিহতদের মধ্যে জাপান, আর্জেন্টিনা, ইতালি ও ভারতের নাগরিক ছিল।

সূত্র:  গো নিউজ২৪
আর এস/ ০১ জুলাই

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে