Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, রবিবার, ১৮ আগস্ট, ২০১৯ , ৩ ভাদ্র ১৪২৬

গড় রেটিং: 3.0/5 (5 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৬-২৯-২০১৯

৫জি ক্লাউড গেমের ল্যাব প্রতিষ্ঠা করবে হুয়াওয়ে-নেটইজ

৫জি ক্লাউড গেমের ল্যাব প্রতিষ্ঠা করবে হুয়াওয়ে-নেটইজ

৫জি ক্লাউড গেমের উন্নয়নে একসঙ্গে কাজ করার ঘোষণা দিয়েছে হুয়াওয়ে ও নেটইজ। হুয়াওয়ের এক্স ল্যাব ও নেটইজ-এর থান্ডার ফায়ার যৌথভাবে ৫জি ক্লাউড গেম জয়েন্ট ইনোভেশন ল্যাব প্রতিষ্ঠা করবে। আর এজন্য গতকাল চীনের সাংহাইয়ে শুরু হওয়া মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস, সাংহাই-২০১৯ উদ্বোধনের আগে প্রতিষ্ঠান দুটি একটি সমঝোতা চুক্তি (এমওইউ) সাক্ষর করে। চুক্তির আওতায় প্রতিষ্ঠান দুটি গেম ইন্ডাস্ট্রিতে নতুন নতুন সুযোগ সৃষ্টি এবং ক্লাউড গেমিং ইন্ডাস্ট্রির বিভিন্ন গেমের মডেল মূল্যায়ন করবে।

বিশ্বে গেমের বাজার একটি উর্ধ্বমুখী খাত এবং প্রতিটা প্রজন্মে নতুন নতুন প্রযুক্তি যুক্ত হওয়ায় এই খাতের ব্যবসার ধরন প্রতিনিয়তই পরিবর্তন হচ্ছে। যখন প্রথম ব্রডব্যান্ড নেটওয়ার্কের প্রচলন হলো তখন কনসল গেমের পরিবর্তে অনলাইন গেমের প্রচলন শুরু হলো। কারণ অনলাইন গেমে একজন অন্যজনের সঙ্গে প্রতিদ্বন্দ্বীতা করতে পারতো। এরপর এই খাতে ব্যবসার ধরন পরিবর্তন হয়ে গেল। যেমন: সিডি-রম কেনার পরিবর্তে গ্রাহকরা গেম কার্ড কেনা শুরু করলো। এরপর ৪জি চালুর পর মোবাইল গেম গ্রাহকদের কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠলো এবং আবারও ব্যবসার ধরন পরিবর্তন হয়ে গেল। আর এখন ৫জি নেটওয়ার্ক চালুর জন্য প্রস্তুত এবং ক্লাউড গেমও জনপ্রিয় হয়ে উঠছে। কনসল ও মোবাইল গেমের সমন্বয়েই মূলত ক্লাউড গেইম তৈরি করা হয়েছে। এছাড়াও ক্লাউড গেমে মান ও গ্রাহকদের চাহিদার বিষয়টি বিবেচনা করা হয়েছে। ফলে আবারও ব্যবসার ধরন পরিবর্তন হতে যাচ্ছে। এবার গ্রাহকরা হার্ডওয়্যার কেনার পরিবর্তে ভালো মানের কনটেন্ট ও অভিজ্ঞতার জন্য অর্থ ব্যয় করবে।

নেটইজের সঙ্গে যৌথভাবে ৫জি ক্লাউড গেম ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ হায়াওয়ের গ্রাহকবান্ধব একটি উদ্যোগ, যা ৫জিভিত্তিক ক্লাউড গেম ইন্ডাস্ট্রি গড়ে তুলতে সহায়তা করবে। চুক্তির আওতায় উভয় পক্ষই যৌথভাবে বিশ্ব বাজারে গেমের চাহিদা ও অভিজ্ঞতার বিষয়ে গবেষণা পরিচালনা করবে এবং নতুন নতুন ৫জিনির্ভর গেমের মডেল উদ্ভাবন করবে।

হুয়াওয়ের ওয়্যারলেস নেটওয়ার্ক বিভাগের চিফ মার্কেটিং অফিসার পেং হংহুয়া বলেন, ‘মোবাইল গেম মূলত ৪জিভিত্তিক এবং ক্লাউড গেম ৫জিভিত্তিক। ৫জি নেটওয়ার্কে আল্ট্রা-হাই ব্যান্ডউইথ, আলট্রা-লো ল্যাটেন্সি এবং কিউওএস গ্যারান্টি পাওয়া যাবে। ৫জি ও ক্লাউড প্রযুক্তির সহায়তায় মোবাইল ফোন, প্যাড, ট্যাবলেট, কম্পিউটার এমনকি সেট-টপ বক্সও এখন গেম খেলার ডিভাইস হিসেবে ব্যবহার করা যাবে। ফলে ক্লাউড ইন্ডাস্ট্রির উন্নয়নে নতুন নতুন উপাদান যোগ হবে এবং ব্যবসার নতুন সুযোগ সৃষ্টি হবে। নেটইজের সঙ্গে কাজ করে ক্লাউড গেম ইন্ডাস্ট্রিতে হুয়াওয়ে অনন্য অবদান রাখতে সক্ষম হবে।’

নেটইজের থান্ডার ফায়ারের প্রেসিডেন্ট হুজিপেং বলেন, ‘ডিভাইসের সীমাবদ্ধতা ভেঙে কনসল গেমের পরিবর্তে ক্লাউড গেম সরবরাহকারীদের জন্য ‘গোল্ডেন উইন্ডো’-এর হাতছানি দিচ্ছে। ক্লাউড গেমে উচ্চ মানসম্পন্ন ছবি পাওয়া যাবে। হুয়াওয়ের সঙ্গে এ ধরনের যৌথ ল্যাব প্রতিষ্ঠার মাধ্যমে ৫জির যুগে গেম ইন্ডাস্ট্রিতে ব্যাপক সম্ভাবনা সৃষ্টি হবে বলে আমরা আশা করছি এবং এই উদ্যোগের মাধ্যমে ক্লাউড গেমের মান নির্ধারণ করা সম্ভব হবে।’

এইচ/২২:২০/২৯ জুন

বিজ্ঞান ও প্রযুক্তি

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে