Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, শুক্রবার, ১৪ আগস্ট, ২০২০ , ৩০ শ্রাবণ ১৪২৭

গড় রেটিং: 0/5 (0 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৬-২৮-২০১৯

সাতক্ষীরায় বজ্রপাতে একই পরিবারের তিনজনসহ ৫ জনের মৃত্যু

সাতক্ষীরায় বজ্রপাতে একই পরিবারের তিনজনসহ ৫ জনের মৃত্যু

সাতক্ষীরা, ২৮ জুন- সাতক্ষীরায় বজ্রপাতে একই পরিবারের তিনজনসহ পাঁচজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের গড়ইমহল, বিজয়নগর ও আশাশুনি উপজেলার বুধহাটা মাদরা গ্রামে এসব ঘটনা ঘটে।

মৃতেরা হলেন-কালীগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের গড়ইমহল গ্রামের আদম আলী গাজীর ছেলে আল আমিন (২২) ও রবিউল ইসলাম (২০), আল আমিনের স্ত্রী সাবিনা খাতুন (১৮), একই উপজেলার জিয়নগর গ্রামের মৃত হাতিম আলী গাজীর ছেলে মুনছুর আলী গাজী (৫০) এবং আশাশুনি উপজেলার বুধহাটা মাদরা গ্রামের কবির হোসেন সরদারের ছেলে জুয়েল হোসেন (২৪)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে ঝড়বৃষ্টির সময় গড়ইমহল গ্রামের আদম আলী গাজীর ছেলে আল আমিন ও রবিউল এবং আল আমিনের স্ত্রী সাবিনা বিলের মধ্যে ফাঁকা জায়গায় একটি টিনের ঘরের মধ্যে ছিলেন। সকাল সাড়ে ১০টার দিকে হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হলে টিনের চাল ছিদ্র হয়ে তাদের উপর পড়ে। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। 

এদিকে, একই সময়ে বিজয়নগর গ্রামের মুনছুর গাজী বাড়ির পাশে একটি বিলে জমির আইল কাটছিলেন। এসময় হঠাৎ বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) আজিজুর রহামন জানান, কালীগঞ্জ উপজেলার রতনপুর ইউনয়নের গড়ইমহল ও বিজয়নগরে বজ্রপাতে একই পরিবারের তিনজনসহ চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

অন্যদিকে, সকালে বৃষ্টি শুরু হলে সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা মাদরা গ্রামের জুয়েল হোসেন বাড়ির পাশে একটি গোয়াল ঘরে আশ্রয় নেন। বৃষ্টি শেষ হওয়ার পর গোয়াল ঘর থেকে বাইরে বের হলে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুস সালাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

সূত্র: সমকাল
এনইউ / ২৮ জুন

সাতক্ষীরা

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে