Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০ , ২৯ শ্রাবণ ১৪২৭

গড় রেটিং: 3.7/5 (3 টি ভোট গৃহিত হয়েছে)


আপডেট : ০৬-২০-২০১৯

শিক্ষার মান ক্রমশ নিম্নমুখী হচ্ছে: ইউজিসি চেয়ারম্যান

শিক্ষার মান ক্রমশ নিম্নমুখী হচ্ছে: ইউজিসি চেয়ারম্যান

ঢাকা, ২০ জুন- বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ বলেছেন, শিক্ষার মান ক্রমশ নিম্নমুখী হচ্ছে। উচ্চশিক্ষার মান বিশেষ একটা পর্যায়ে উন্নীত করতে সবার সহযোগিতা দরকার।

বৃহস্পতিবার সরকারি কর্মব্যবস্থাপনা পদ্ধতির আওতায় ইউজিসি দেশের ৪৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ২০১৯-২০২০ অর্থবছরের জন্য বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ইউজিসি চেয়ারম্যান বলেন, যখন আমাদের কিছু ছিল না তখন আমাদের বিশ্ববিদ্যালয় র্যাং কিং এ ছিল। এখন ১০ হাজার বিশ্ববিদ্যালয়ের তালিকায় আমাদের অবস্থান নেই।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর র্যাং কিংয়ে উপযুক্ত স্থান পেতে ইউজিসি কার্যকর উদ্যোগ গ্রহণ করবে।

ড. কাজী শহীদুল্লাহ আরও বলেন, ইউজিসির চ্যালেঞ্জ উচ্চশিক্ষায় জাতির প্রত্যাশা পূরণ করা। এ লক্ষ্য পূরণে আমি সবার সহযোগিতা প্রত্যাশা করছি।

এ সময় তিনি কমিশনের সবাইকে শৃংখলা ও দায়িত্বের সঙ্গে দাফতরিক কর্মসম্পাদন করার আহ্বান জানান।

সূত্র: যুগান্তর
এইচ/২২:২৬/২০ জুন

জাতীয়

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে