Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০ , ২৯ শ্রাবণ ১৪২৭

গড় রেটিং: 3.0/5 (5 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৬-১৫-২০১৯

পাকিস্তানে বিড়ালমুখো মন্ত্রীর ছবি ভাইরাল

পাকিস্তানে বিড়ালমুখো মন্ত্রীর ছবি ভাইরাল

ইসলামাবাদ, ১৫ জুন - সম্প্রতি কিরগিস্তানের বিশকেকে এক এসসিও সম্মেলনে গত ১৩ জুন কূটনৈতিক প্রোটোকলে ভুল করে শিরোনামে এসেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

এর পরদিনই ইমরান খানকেও ছাড়িয়ে গেল পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার প্রাদেশিক সরকার। একটি সংবাদ সম্মেলন ফেসবুকে লাইভ করেছে তারা। তবে এসময় ফেসবুকের ক্যাট ফিল্টার বা বিড়ালের মুখোশের ফিল্টার অন করা ছিল।

পাকিস্তানি রাজনীতিবিদ শওকত ইউসুফজাই ওই সম্মেলনে পেশোয়ারের প্রাদেশিক মন্ত্রিসভায় গৃহীত সিদ্ধান্ত নিয়ে আলোচনা করছিলেন। টুইটারে এটা নিয়েই এখন ব্যাপক হাসাহাসি হচ্ছে বলে শনিবার জানায় ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়াটুডে ডট আইএন।

সাংবাদিক নায়লা ইনায়েত প্রথম ক্যাট ফিল্টার চালু থাকার বিষয়টি খেয়াল করেন। এরপর লাইভ স্ট্রিম দেখতে থাকা অন্যান্য ইউজাররাও ওই পেজের অ্যাডমিনকে ফিল্টার বন্ধ করার জন্য মেসেজ করতে থাকে।  

অন্যদিকে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায় বিড়ালমুখো মন্ত্রীর ছবি। টুইটার ব্যবহারকারীরা একের পর এক সরস পোস্ট দিতে থাকে ওই সংবাদ সম্মেলন নিয়ে।

সংবাদ সম্মেলনের ছবি শেয়ার করে একজন টুইটারে লেখেন, 'খাইবার পাসের বিড়াল।'

আরেকজন ইউজার লেখেন, 'কোনও রাজনীতিবিদের সবচেয়ে কিউট ছবি'।

এন এ/ ১৫ জুন

দক্ষিণ এশিয়া

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে