সুনামগঞ্জ, ১৬ সেপ্টেম্বর- ছন্দ ও শৈলীতে বুদ্ধি বিকাশ কার্যক্রম ‘দীপশিখা’ উপলক্ষে সুনামগঞ্জে দিনব্যাপী জেলা পর্যায়ে নাচ, গান, কবিতা, আবৃত্তি চিত্রাংঙ্কন প্রতিযোগিতা ২০১৩ অনুষ্ঠিত হয়েছে। এতে জেলার বিভিন্ন উপজেলার সুবিধা বঞ্চিত ও দরিদ্র পরিবারের ব্র্যাক প্রি-প্রাইমারী শিক্ষা স্কুলের ৪৬১ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেয়। আজ সোমবার সকাল থেকে ব্র্যাক শিক্ষা কর্মসূচী সুনামগঞ্জের উদ্যোগে দিনব্যাপী শহরের শহীদ আব্দুল হোসেন মিলনায়নে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে এবং এ অনুষ্ঠান চলবে বিকেল পর্যন্ত। ব্র্যাক সুনামগঞ্জ অঞ্চলের এলাকা ব্যবস্থাপক মো. আব্দুর রাজ্জাক মোল্লার সভাপতিত্বে ও শিক্ষা কার্যক্রম ব্র্যাক পেইসের প্রোগ্রাম অর্গানাইজার মো. আব্দুল মজিদ ও ব্র্যাক শিক্ষা কার্যক্রম প্রাইমারীর ফিল্ড অর্গানাইজার লক্ষঅ রানী দেবের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য প্রযুক্তি) মুহাম্মদ আব্দুল হাই আল মাহমুদ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. নুরুল ইসলাম, জেলা শিশু কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ, এডুকেশন সার্পোট প্রোগ্রাম সিলেট অঞ্চলের প্রতিনিধি মো. মিজানুর রহমান ও জেলা ব্র্যাক প্রতিনিধি মো. আবু সাইয়িদ, ব্র্যাকের প্রি-প্রাইমারী এলাকা ব্যবস্থাপক মো. আক্তার হোসেন, ই এস পি বাবুল আক্তার, এস এস কিউ এ হিতাংশু পাল, সুরুজ আলম, আবু তাহের ও প্রণয় কান্তি দাস প্রমুখ। বক্তারা বলেন বিশেষ অগ্রাধিকার দেয়া হয়েছে। তাই শিক্ষা ক্ষেত্রে পিছিয়ে পড়া হাওরের জেলা সুনামগঞ্জের সুবিধা বঞ্চিত ও অতিদরিদ্র ছেলেমেয়েদের স্কুলগামী করতে ব্র্যাক বিরাট অবদান রেখে চলেছে। একটি জাতিকে সুশিক্ষার মাধ্যমে দারিদ্রতা বিমোচনের লক্ষ্যে এ ধারা অব্যাহত রাখতে সরকারের শিক্ষা কার্যক্রমের পাশাপাশি ব্র্যাকের কার্যক্রম অব্যাহত রাখতে ব্র্যাক কর্মকর্তাদের প্রতি আহবান জানান। বিকালে প্রতিযোগিতায় অংশগ্রহনকারী সকল বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।