Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, শুক্রবার, ২২ নভেম্বর, ২০১৯ , ৮ অগ্রহায়ণ ১৪২৬

গড় রেটিং: 3.1/5 (16 টি ভোট গৃহিত হয়েছে)


আপডেট : ০৬-১২-২০১৯

যে কোন মুহূর্তে অগ্ন্যুৎপাত, সড়কে বয়ে যাবে লাভার স্রোত

যে কোন মুহূর্তে অগ্ন্যুৎপাত, সড়কে বয়ে যাবে লাভার স্রোত

ক্যানবেরা, ১২ জুন- অস্ট্রেলিয়ায় যে কোনো মুহূর্তে আগ্নেয়গিরির মারাত্মক অগ্ন্যুৎপাত ঘটতে পারে বলে সতর্ক করে দিয়েছেন একজন শীর্ষ বিশেষজ্ঞ। তিনি বলেছেন, অগ্ন্যুৎপাত এত মারাত্মক হতে পারে যে সড়কের ওপর দিয়ে বয়ে যেতে পারে লাভার স্রোত। এমন খবর প্রকাশ করেছে সংবাদ মাধ্যম দ্য সান।

অধ্যাপক রিচার্ড আরকিউলাস নামের ওই বিশেষজ্ঞ বলেন, এই মারাত্মক প্রাকৃতিক বিপর্যয় ঘটতে পারে অস্ট্রেলিয়ার মেলবোর্ন এবং নিউ জিল্যান্ডের অকল্যান্ড শহরের ভূগর্ভে।

অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি একাডেমিক এই সম্ভাবনার কথা স্বীকার করেছে। বলা হয়েছে কোথায়, কখন এই ট্রাজেডি হাজির হতে পারে তা জানার কোনো উপায় নেই। ডেইলি মেইল অস্ট্রেলিয়াকে ওই বিশেষজ্ঞ বলেন, মেলবোর্ন ও অকল্যান্ড এলাকায় এই অগ্ন্যুৎপাত দেখা দিতে পারে। তিনি বলেন, অগ্ন্যুৎপাতের ফলে মেলবোর্নের প্রধান সড়ক বোর্ক স্ট্রিট দিয়ে বয়ে যেতে পারে লাভার স্রোত।

প্রফেসর আরকুলাস মেলবোর্নের মোনাশ ইউনিভার্সিটির এক গবেষণার কথা স্মরণ করিয়ে দেন। ওই গবেষণায় বলা হয় মেলবোর্ন শহরে একটি প্রাচীন ভূগর্ভস্থ আগ্নেয়গিরি ক্ষেত্র রয়েছে। ওই গবেষণায় দেখানো হয়েছিল, অস্ট্রেলিয়ার দক্ষিণ-পূর্ব অঞ্চলে একটি ‘ইন্ট্রা-প্লেট ব্যালেস্টিক আগ্নেয়গিরির ক্ষেত্র’ রয়েছে।

তিনি বলেন, একই ধরনের ক্ষেত্র রয়েছে অকল্যান্ড শহরে। এমনকি পূর্বে আগ্নেয়গিরির অস্তিত্ব ছিল না- এমন জায়গায়ও দেখা দিতে পারে অগ্ন্যুৎপাত। তবে তা কোথায় ঘটতে পারে বিজ্ঞানীরা তা জানাতে সক্ষম নন।

গবেষণার অংশ হিসেবে একটি ভিডিও নির্মাণ করা হয়। এতে দেখানো হয় অগ্ন্যুৎপাতের ফলে অকল্যান্ড শহরে এর প্রভাব। ভিডিওটির নির্মাতা বলেন, অগ্ন্যুৎপাতের ফলে শহরের বাড়িঘরে এর প্রভাবটি কীভাবে পড়বে সেই দৃশ্য দেখানো হয়েছে।

ভিডিওটিতে দেখা যায়, সমুদ্রের তলদেশ থেকে হঠাৎ এক বিশাল বিস্ফোরণে আকাশের দিকে উঠে যাচ্ছে কালো ছাই। মুহূর্তে এর ব্যাপ্তি বেড়ে উপকূল ছাপিয়ে আচ্ছন্ন করছে শহরকে। একপর্যায়ে ধ্বংসস্তুপে পরিণত হয়েছে শহরটি। আর অগ্ন্যুৎপাতের কেন্দ্রস্থলের উপরিভাগে বিশাল এলাকা নিয়ে লাভার মাঝে জ্বলছে আগুন।

দক্ষিণ অস্ট্রেলিয়ার দক্ষিণ-পূর্ব অঞ্চলে অবস্থিত মাউন্ট গাম্বিয়ার শহরে রয়েছে আগ্নেয়গিরি ক্ষেত্রের পশ্চিম রেখা। এ অঞ্চলে সর্বশেষ অগ্ন্যুৎপাত ঘটে পাঁচ হাজার বছর আগে। মেলবোর্ন আর মাউন্ট গাম্বিয়ারের মধ্যে রয়েছে ৪০০টিরও বেশি ছোট ছোট আগ্নেয়গিরি ক্ষেত্র রয়েছে। ছয় মিলিয়ন বছরেরও বেশি সময় ধরে এসব ক্ষেত্রের অবস্থান সেখানে।

সূত্র: বিডি২৪লাইভ
আর এস/  ১২ জুন

অস্ট্রেলিয়া

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে