Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, রবিবার, ৯ আগস্ট, ২০২০ , ২৪ শ্রাবণ ১৪২৭

গড় রেটিং: 0/5 (0 টি ভোট গৃহিত হয়েছে)


আপডেট : ০৬-০৯-২০১৯

আবাসিক হোটেল থেকে ১১ তরুণ-তরুণী আটক

আবাসিক হোটেল থেকে ১১ তরুণ-তরুণী আটক

সিলেট, ০৯ জুন- আবাসিক হোটেলে অসামাজিক কর্মকাণ্ডের দায়ে ১১ জন তরুণ-তরুণীকে আটক করেছে সিলেট নগরের দক্ষিণ সুরমা মহানগর গোয়েন্দা পুলিশ। এর মধ্যে ৭ জন ছেলে এবং ৪ জন মেয়ে।

শনিবার (৮ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে মহানগর গোয়েন্দা পুলিশের এসআই মো. মাহাবুর আলম মন্ডল, এসআই মো. রফিকুল ইসলাম, এসআই শশধর বিশ্বাস, এসআই সৌমেন দাস, এএসআই ক্ষিরোদ চন্দ্র চন্দ, এএসআই রফিকুল ইসলামসহ পুলিশ সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দক্ষিণ সুরমার ভার্থখলা এলাকাস্থ বাবনা পয়েন্টের হোটেল আকাশ (আবাসিক) থেকে তাদের আটক করেন।

আটককৃতরা হলেন- সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার শিমুলকান্দি গ্রামের নাছির আহমদের ছেলে ছালেহ আহমদ (২২), বালাগঞ্জের রুফিয়া গ্রামের কমর উদ্দিনের ছেলে ইলিয়াস আলী (২৭), ওসমানীনগর উপজেলার কালিপুর গ্রামের আশিক আলীর মেয়ে বাবলি আক্তার (১৮), দক্ষিণ সুরমার বরইকান্দি গ্রামের রৌশন আলীর ছেলে জাকির আহমদ (২৩), একই উপজেলার বদিকোনা গ্রামের মো. আরফান মিয়ার ছেলে মো. রফিক (২০) ও মোড়ারবন গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে গোলাম কিবরিয়া (৪৬), নগরের টিলাগড় পূর্ব শাপলাবাগ এলাকার রমজান আলীর মেয়ে কুলসুমা বেগম (১৯), দিনাজপুর জেলার বিরল থানার উত্তর বিষ্ণপুর গ্রামের আছির উদ্দিনের ছেলে বাবুল হোসেন (৪৮), চট্টগ্রামের রাউজান থানাধীন উত্তরগোজা গ্রামের অনিল বিশ্বাসের ছেলে লিটন বিশ্বাস (৪০), লক্ষ্মীপুর সদর থানাধীন সুনাতলি গ্রামের মৃত রহিমের মেয়ে লিমা (২৫) ও ঢাকার খিলক্ষেত থানার নাওয়াপাড়া এলাকার ছুটন মিয়ার মেয়ে তানিয়া (২২)।

মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড কমিউনিটি সার্ভিস) জেদান আল মুসা বলেন, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সূত্র: বিডি২৪লাইভ
আর এস/  ০৯ জুন

সিলেট

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে