Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, শনিবার, ১৫ আগস্ট, ২০২০ , ৩১ শ্রাবণ ১৪২৭

গড় রেটিং: 3.0/5 (2 টি ভোট গৃহিত হয়েছে)


আপডেট : ০৬-০৫-২০১৯

২০২৩ এশিয়ান ফুটবলের আয়োজক চীন

২০২৩ এশিয়ান ফুটবলের আয়োজক চীন

২০২৩ সালে এশিয়ান ফুটবলের আয়োজনের দায়িত্ব পেয়েছে চীন। বিষয়টি নিশ্চিত করেছেন এশিয়ান ফুটবল কনফেডারেশন-এএফসি। এনিয়ে দ্বিতীয়বারের মতো এই টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে চীন। এর আগে ২০০৪ সালে এশিয়ান কাপ ফুটবলের আযোজন করেছিল দেশটি।

গত মাসে দক্ষিণ কোরিয়া এই টুর্নামেন্ট আযোজনের দ্বায়িত্ব থেকে সড়ে দাঁড়ানোয় আয়োজক হিসেবে চীন মোটমুটি ভাবে নিশ্চিত হয়ে যায়। প্যারিসে অনুষ্ঠিত এএফসির কংগ্রেসে চীনকে ২০২৩ সালে এশিয়ান ফুটবলের আয়োজক হিসেবে ঘোষণা দেওয়া হয়।

চীনের প্রতিনিধি ধন্যবাদ জানিয়ে বলেন, ‘এশিয়ান কাপের আয়োজক হতে পারাটা সম্মানজনক। আমরা প্রস্তুত সফলভাবে টুর্নামেন্ট আয়োজন করতে। সবাইকে স্বাগত জানাতে মুখিয়ে আছি।’

এশিয়ান কাপ ফুটবলে অনুষ্ঠিত ১২টি আসরের মধ্যে বাংলাদেশ শুধু মাত্র ১৯৮০ সালে একবার অংশ নিয়ে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। এছাড়া ১৯৭৬ ও ১৯৯৬ সালে নাম প্রত্যহার করে নেয়। বাকি আসর গুলোতে বাছাইপর্বের বাঁধা পেরুতে পারেনি।

সুত্র : বাংলানিউজটোয়েন্টিফোর
এইচ/২৩:০৬/০৫ জুন

ফুটবল

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে